পাতা:রাজযোগ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র আপনি এখানে কেন ? কিন্তু বিষ্ণু উত্তর দিলেন, “আমি বেশ আছি, আমি স্বৰ্গ চাই না ; এই শূকরী ও শাবকগুলি ষত দিন আছে, ততদিন স্বৰ্গাদি কিছুই প্রার্থনা করি না । তখন সেই দেবগণ কি করিবেন, ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলেন না । কিছুদিন পরে, তাহারা মনে মনে এক সংকল্প স্থির করিলেন এবং ধীরে ধীরে আসিয়া একটি শাবককে মারিয়া ফেলিলেন। এইরূপে একটি একটি করিয়া সমুদয় শাবকগুলি হত হইল। দেবগণ অবশেষে সেই শূকরীকেও মারিয়া ফেলিলেন। যখন বিষ্ণুর পরিবারবর্গ সকলেই মৃত হইল, তখন বিষ্ণু কাতর হইয়া বিলাপ করিতে লাগিলেন। তখন দেবতার বিষ্ণুর নিজের শুকরদেহটিকে পৰ্য্যন্ত খণ্ড বিখণ্ড করিয়া ফেলিলেন। তখন বিষ্ণু সেই শূকরদেহ হইতে নির্গত হইয় হাস্ত করিতে লাগিলেন । তিনি তখন ভাবিতে লাগিলেন, ‘আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখিতেছিলাম ? তিনি তখন ভাবিতে লাগিলেন, “আমি দেবরাজ, আমি এই শূকরজন্মকেই একমাত্র জন্ম বলিয়া মনে করিতেছিলাম ; শুধু তাঁহাই নহে, সমুদয় জগৎই শূকরদেহ ধারণ করুক, আমি এই ইচ্ছা করিতেছিলাম।” পুরুষও এইরূপে প্রকৃতির সহিত মিলিত হইয়া, তিনি যে শুদ্ধস্বভাব ও অনন্তস্বরূপ তাহ বিস্তৃত হইয়া যান। পুরুষকে অস্তিত্বশালী বলিতে পারা যায় না, কারণ, পুরুষ স্বয়ং অস্তিত্বস্বরূপ। আত্মাকে জ্ঞানসম্পন্ন লিতে পারা যায় না, কারণ, আত্মা স্বয়ং জ্ঞানস্বরূপ। র্তাহাকে প্রেমসম্পন্ন বলিতে পারা ধায় না, কারণ, তিনি স্বয়ং প্রেমস্বরূপ। আত্মাকে অস্তিত্বশালী, জ্ঞানযুক্ত ३२9