পাতা:রাজযোগ.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র কোন বস্তু পাহাড়ের আড়ালে থাকে, তাছা এবং অতি সূক্ষ্ম সুক্ষ বস্তুও তিনি জানিতে পারেন। ভুবনঞ্জানং সূর্য্যে সংযমাৎ ॥ ২৭ ৷ সূত্রার্থ।—সূর্য্যে সংযমের দ্বারা সমুদয় জগতের জ্ঞানলাভ হয় । চন্দ্রে তারাবৃহজ্ঞানম্ ॥ ২৮ ॥ - সূত্রার্থ।–চন্দ্রে সংযম করিলে তারাসমূহের জ্ঞানলাভ হয় । & o ধ্ৰুবে তদগতিজ্ঞানম্ ॥ ২৯ ॥ সূত্রার্থ।—দ্রুবতারায় চিত্তসংযম করিলে তারাসমুহের গতিজ্ঞান হয়। নাভিচক্রে কায়বৃহ-জ্ঞানম্। ৩• । সূত্রার্থ।—নাভিচক্রে চিত্তসংযম করিলে শরীরের গঠন জানা যায়। কণ্ঠকূপে স্কুৎপিপাসানিবৃত্তি ॥ ৩১ ॥ স্বত্রার্থ।—কণ্ঠকূপে সংযম করিলে স্কুৎপিপাসা নিবৃত্তি হয়। ব্যাখ্যা । অতিশয় ক্ষুধিত ব্যক্তি যদি কণ্ঠকূপে চিত্তসংগম করিতে পারেন, তবে তাহার ক্ষুধানিবৃত্তি হইয়া ঘাৱ । ኟዓ »