পাতা:রাজযোগ.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ কুৰ্ম্মনাভ্যাং স্থৈৰ্য্যম্ ॥ ৩২ ৷ সূত্রার্থ।—কুৰ্ম্মনাড়ীতে চিত্তসংযম করিলে শরীরের স্থিরতা আইসে । ব্যাখ্যা । যখন তিনি সাধন করেন, তাহার শরীর চঞ্চল হয় না । t মুৰ্দ্ধজ্যোতিষি সিদ্ধদৰ্শনমূ ॥ ৩৩ ॥ সূত্রার্থ।—মস্তকের জ্যোতির উপর সংযম করিলে সিদ্ধপুরুষদিগের দর্শনলাভ হয়। ব্যাখ্যা। সিদ্ধ বলিতে এস্থলে ভূতধোনি অপেক্ষ কিঞ্চিৎ উচ্চযোনিকে বুঝাইতেছে। যোগী যখন তাহার মস্তকের উপরিভাগে মনঃসংযম করেন, তখন তিনি এই সিদ্ধগণকে দর্শন করেন। এখানে সিদ্ধ শব্দে মুক্তপুরুষ বুঝাইতেছে না। কিন্তু অনেক সময় উহা ঐ অর্থে ব্যবহৃত হইয় থাকে । প্রাতিভাদ্ধা সৰ্ব্বম্ ॥ ৩৪ ॥ সূত্রার্থ।—অথবা প্রতিভাশক্তি দ্বারা সমুদয় জ্ঞান লাভ হয় । ব্যাখ্যা। যাহাদের এইরূপ প্রতিভার শক্তি অর্থাৎ পবিত্রতার দ্বারা লব্ধ জ্ঞানবিশেষ আছে, তাহাদের কোন প্রকার সংযম ব্যতীতই এই সমুদয় জ্ঞান আলিতে পারে। যখন মানুষ উচ্চ প্রতিভাশক্তি লাভ করেন, তখনই তিনি এই মহা আলোক প্রাপ্ত ཟཤ} তাহার জ্ঞানে সমুদয় প্রকাশিত হইয়া যায়। তাহার ३१३