পাতা:রাজযোগ.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট স্বত্রার্থ।—যেমন ভোগে সৌভরি মুনির আসক্তির শাস্তি হয় নাই, তেমনি অন্তেরও ভোগে রাগশাস্তি হয় না । পঞ্চম অধ্যায় _ যোগসিদ্ধয়োহপৌষধাদিসিদ্ধিবন্নাপলপনীয়াঃ ॥ ১২৮ ॥ স্বত্রার্থ।—ঔষধাদি দ্বারা আরোগ্যসিদ্ধি হয় বলিয়া যেমন লোকে ঔষধাদির শক্তি অস্বীকার করে না, তদ্রুপ যোগজ সিদ্ধিও অস্বীকার করিলে চলিবে না । ষষ্ঠ অধ্যায় স্থিবমুখমাসনমিতি ন নিয়ম: ॥ ২৪ ॥ স্বত্রার্থ।— স্বস্তিকাদি আসন অভ্যাস করিতেই হইবে, এমন কোন নিয়ম নাই । শরীব ও মন বিচলিত না হয় ও সুখকর হয়, এরূপভাবে উপবেশনের নামই আসন । ব্যাসসূত্র ৪র্থ অধ্যায়—১ম পাদ o আসীনঃ সম্ভবতি ॥ ৭ ॥ অর্থ।—উপাসনা বসিয়াই সম্ভব, সুতরাং, বসিয়া উপাসন করিবে । ,ধানচিচ ॥ ৮ ॥ অর্থ।—ধ্যান-হেতুও (উপবিষ্ট, অঙ্গচেষ্টারাহিত্যাদি লক্ষণাক্রাস্ত পুরুষকে দেখিয়া লোকে বলে, ইনি ধ্যান করিতেছেন, অতএব ধ্যান উপবিষ্ট পুরুষেই সম্ভব ) । ৩২১ ミ>