পাতা:রাজযোগ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনের প্রথম সোপান শিখাইব, তবে কেহই তাহার কথা গ্রাহ করিবে না। উচ্চ তত্ত্ব শুধু ধারণা করিবার শক্তিও অতি অল্প লোকের মধ্যেই দেখিতে পাওয়া যায় ; সত্যকে লাভের জন্ত অধ্যবসায়শীল লোকের সংখ্যা ত আরও বিরল। কিন্তু আবার সংসারে এমন কতকগুলি মহাপুরুষ আছেন, যাহাঁদের ইহা নিশ্চয় ধারণা ষে, শরীর সহস্ৰ বৰ্ষই থাকুক বা লক্ষ বর্ষই থাকুক, চরমে সেই এক গতি । যে সকল শক্তির বলে দেহ বিধৃত রহিয়াছে, তাহারা অপস্থত হইলে দেহ থাকিবে না । কোন লোকই এক মুহূৰ্ত্তের জন্যও শরীরের পরিবর্তন নিবারণ করিতে সমর্থ হয় না। "শরীর’ আর কি ? উহ! কতকগুলি নিয়ত পরিবর্তনশীল পরমাণু সমষ্টি মাত্র। নদীর দৃষ্টাস্তে এই তত্ত্ব সহজেই বোধগম্য হইতে পারে। তোমার সম্মুখে ঐ নদীতে জলরাশি দেখিতেছ ; ঐ দেখ—মুহূৰ্ত্তের মধ্যে উহ চলিয়া গেল ও নূতন আর এক জলরাশি আসিল। যে জলরাশি আসিল তাহ সম্পূর্ণ নুতন বটে, কিন্তু দেখিতে ঠিক প্রথম জলরাশির সদৃশ। শরীরও সেইরূপ ক্রমাগত পরিবর্তনশীল। শীর এইরূপ পরিবর্তনশীল হইলেও উহাকে মুস্থ ও বলিষ্ঠ রাখা আবগুক, কারণ, শরীরের সাহায্যেই আমাদিগকে জ্ঞানলাভ করিতে হইবে। তাহ ব্যতীত আর কোনও উপায় নাই।. - সৰ্ব্বপ্রকার শরীরের মধ্যে মানবদেহই শ্রেষ্ঠতম ; মনুষই শ্ৰেষ্ঠতম জীব। মাহুৰ সৰ্ব্বপ্রকার নিকৃষ্ট প্রাণী হইতে—এমন কি, দেবাদি হইতেও—শ্রেষ্ঠg, মানব হইতে শ্রেষ্ঠতর জীব আর নাই। দেবতাদিগকেও জ্ঞানলাভের জন্ত মানবদেহু ধারণ করিতে श्च्न । . একমাত্র मांश्यहं জ্ঞানলাভের অধিকারী, দেবতারাও এ