পাতা:রাজযোগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ যাহারা ঈশ্বরে বিশ্বাস করেন, তাহারা ঈশ্বরের নিকট প্রার্থনা করিবেন—অর্থ, স্বাস্থ্য অথবা স্বর্গের জষ্ঠ নহে, জ্ঞান ও হৃদয়ে সত্যতত্ত্বোন্মেষের জন্ত প্রার্থনা প্রয়োজন। ইহা ব্যতীত আর সমুদয় প্রার্থণাই স্বার্থমিশ্রিত। তৎপরে ভাবিতে হইবে, আমার দেহ বজ্ৰবৎ দৃঢ়, সবল ও মুস্থ। এই দেহই আমার মুক্তির একমাত্র সহায়। ইহা বজ্রের ন্যায় দৃঢ়ীভূত চিন্তা করিবে। মনে মনে চিন্তা কর, এই শরীরের সাহায্যে আমি এই জীবন-সমুদ্র উত্তীর্ণ হইব। যে দুৰ্ব্বল, সে কখনও মুক্তিলাভ করিতে পারে না। সমুদয় দুর্বলতা পরিত্যুাগ কর। দেহকে বল তুমি সুবলিষ্ঠ। মনকে বল, তুমিও অনন্ত-শক্তিধর ; এবং নিজের উপবে খুব বিশ্বাস ও ভরসা রাখ। ১aka"র্চ