পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । পরিধেয় বস্ত্র, ছত্র, যষ্টি,চন্দনকাষ্ঠ প্রভৃতি নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য সঙ্গে লইয়া অনন্ত মিশ্র গৃহিণীর নিকট হইতে বিদায় লইয়া উদয়পুর যাত্রা করিলেন। গৃহিণী বড় পীড়াপীড়ি কবিয়া ধরিল, “কেন যাইবে ?” মিশ্ৰঠাকুর বলিলেন, “রাণার কাছে কিছু বৃত্তি পাইব ।” গৃহিণী তৎক্ষণাৎ শাস্ত হইলেন ; বিরহযন্ত্রণ জার তাহাকে দাহ করিতে পারিল না, অর্থলাভের আশাস্বরূপ শীতলবারিপ্রবাহে সে প্রচণ্ড বিচ্ছেদবহি বার কত ফোস ফৌস করিয়া নিবিয়া গেল। মিশ্ৰঠাকুর একাকী যাত্রা করিলেন । পথ অতি দুর্গম—বিশেষ পাকবত্য পথ বন্ধুর, এবং অনেক স্থানে আশ্রয়ুশূন্ত। একাহারী ব্ৰাহ্মণ যে দিন যেখানে আশ্রয় পাইতেন সেদিন সেখানে আতিথ্য স্বীকার করিতেন; দিনমানে পথ অতিবাহন করিতেন। পথে কিছু দস্থ্যভয় ছিল— ব্ৰাহ্মণের নিকট রত্নবলয় আছে বলিয়া ব্রাহ্মণ কদাপি একাকী : পথ চলিতেন না । সঙ্গী জুটিলে চলিতেন । সঙ্গী ছাড়া হইলেই আশ্রয় খুজিতেন। একদিন রাত্রে এক দেবালয়ে আতিথ্য স্বীকার করিয়া, পরদিন প্রভাতে গমনকালে, তাহাকে সঙ্গী খুজিতে হইল না। চারিজন বণিক ঐ দেবালয়ের অতিথিশালায়শয়ন করিয়াছিল, প্রভাতে উঠিয়া তাহারাও পৰ্ব্বত্য পথে আরোহণ করিল। ব্রাহ্মণ দেখিয়া উহারা জিজ্ঞাসা করিল, “তুমি কোথা ঘাইবৈ ?” ব্রাহ্মণ বলিলেন “আমি উদয়পুর স্বাইৰ “ বণিকেরা বলিল, “আমরাও উদয়পুর যাইব । ভাল