পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

輸 একাদশ পরিচ্ছেদ । 8ጫ যাইতেছিলেন। তার পর দেখিলাম, উহার উদয়পুর যায় লাই। উত্তরমুখেই ফিরিয়াছে—কেন ? উত্তরে ত রূপনগর বটে। বোধ হয় চঞ্চলকুমারীর পত্র পাইয়া ৱাণ অশ্বারোহী সৈন্য সমভিব্যাহারে তাছার নিমন্ত্রণ রাখিতে গিয়াছেন। আহ। যদি না গিয়া থাকেন তবে তাহার রাজপুতপতি নাম মিথ্যা। আমি তাহার ভূত্য-জামি র্তাহার কাছে যাইব ।--কিন্তু ওঁাহার। অশ্বারোহণে গিয়াছেন—আমার পদব্ৰজে যাইতে অনেক বিলম্ব হইবে। তবে এক্ষ ভরসা, পাৰ্ব্বত্যপথে অশ্ব তত ফ্রজ যায় না এবং মাণিকলাল পদব্রজে বড় দ্রুতগামী|” মাণিক্ষলাল দিবারাত্র পথ চলিতে লাগিল । যথাকালে সে রূপনগরে পৌছিল। পৌঁছিয়া দেখিল শ্বে রূপনগরে চুই সহস্ৰ মোগল অশ্বারোহী আসিন্ধা শিবির করিয়াছে কিন্তু রাজপুত সেনার কোন fচকু দেখা যায় না। আরও শুনিল পরদিন প্রভাতে মোগলেরা রাজকুমারীকে লইয়া বাইবে । মাণিক্কলাল বুদ্ধিতে একটি ক্ষুদ্রতর সেনাপতি। রাজপুত • গণের কোন সন্ধান না পাইয়া, কিছুই দুঃৰিত হইল না। মনে মনে বলিল, মোগল পরিবে না-কিন্তু আমি প্ৰভূৱ সন্ধান করিয়া লইৰ । , - একব্যক্তি নাগরিককে মাণিক বলিল, আমাকে দিল্পী •ৰাইরার পথ দেখাইয়া দিতে পার ? আমি কিছু বকশিস দেৱ । নাগরিক সম্মত হইয়া কিছুদূর অগ্রসর হইয়া তাহাকে পথ দেখা ইয়। দিল। মানিকলাল ভাইকে পুরস্কৃত করিয়া বিদায় কৰিল, পরে দিল্লীর পথে, চারিন্থি ভাল করিয়া দেখিতে দেখিতে চলিল, মাণিকলাল স্থির ক্ষরিয়াছিল;খে রাজপুড় মস্কারোহি