পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ । Hම් পানওয়ালী স্বয়ং পান বেচে না-সম্মুখে একজন স্বাসীতে পান সাজিতেছে ও বেচিতেছে-পানওয়ালী কেবল পয়সা কুড়াইতেছে—এবং মিষ্ট হাসিতেছে । দাসী একজন,পান সাজিয়া দিল ; মাণিকলাল ডবল দাম দিল । আবার পান চাহিল। যতক্ষণ পান সাজা হইতেছিল, ততক্ষণ মাণিক পানওয়ালীর সঙ্গে হাসিয়া হাসিয়া চুই একটা মিষ্ট কথা কহিতে লাগিল ; পানওয়ালীর রূপের প্রশংসা করিলে, পাছে সে কিছু মদ ভাবে, এজন্য প্রথমে তাহার দোকানসজ্জা ও অলঙ্কারগুলির প্রশংসা করিতে লাগিল । পানওয়ালীও একটু ভিজিল। পানওয়ালী মিঠে পানের সঙ্গে মিঠে কথা বেচিতে অগ্রস্তু করিল । মাণিকলাল তখন দোকালে উঠিয়া বসিয়া পান চিবাইতে চিৰাইতে পানওয়ালীর ইকা কাড়িয়া লইয়া, টানিতে আরম্ভ করিল। এ দিকে মাণিকলাল পান খাইয়া দোকানের মশলা ফুরাইরা দিল দাসী মশালা জানিতে অন্য দোকানে গেল। সেই অবসরে মাণিকলাল পানওয়ালীকে বলিল, “বিবি সাহেব, তুমি বড় চতুরা। আমি একটি চতুরা স্ত্রীলোক খুজিতেছিলাম ; আমার একটি ছষমলু আছে—তাহাকে একটু জব্দ করিব ইচ্ছা । কি করিতে হইৰে তাহা তোমাকে বুৰাই ধলিতেছি। ভূমি যদি আমার সহ- , সুতা কর, তবে এক অশিরফি পুরস্কার কবিৰ ” - পান। কি করিতে হুইবে ? "মণিক চুপি চুপি কিবলিল। পানওয়ালী বড় রঙ্গঢ়িাতৎক্ষণাৎ সম্মত হইল, বলিল “আশৱকির প্রয়োজন ছাইরঙ্গই আমার পুরস্কারগ”