পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- আমি তা চেষ্টা করিয়া দেখিৰ। কিন্তু রজনীর দেখা পাই কি প্রকারে ? কাল । তাহাকে এ বাড়ীতে একবার পাঠাইয়া দিতে পার? * * * মালী বে। তার আটক কি ? সে ত এই বাড়ীতেই খাইয়া মাছুষ । কিন্তু যার যিয়ের সম্বন্ধ হইতেছে, তাহাকে কি শ্বশুরবাড়ীতে অমন অদিনে অক্ষণে বিয়ের আগে আসিতে আছে ? মর মাগী ! আবার কাচ । কি করি, আমি অস্ত উপায় না দেখিয়া বলিলাম, “আচ্ছা, রজনী না আসিতে পারে, আমি একবার তোমাদের বাড়ী যাইতে পারি কি ?” মালী বে। সে কি ! আমাদের কি এমন ভাগ্য হইবে যে, আপনার পায়ের ধূলা আমাদের বাড়ীতে পড়িবে ? আমি। কুটুম্বিত হইলে আমার কেন, অনেকেরই পড়িবে। তুমি আমাকে আজ নিমন্ত্ৰণ করিয়া যাও । মালী বে। তা আমাদের বাড়ীতে আপনাকে পাঠাইতে কৰ্ত্তার মত হইবে কেন ? আমি। পুরুষ মানুষের আবার মতামত কি ? মেয়ে মানুষের যে মত, পুরুষ মানুষেরও সেই মত । - মালী বে। যোড়হাত করিয়া নিমন্ত্ৰণ করিয়া হাসিতে হাসিতে বিদায় গ্রহণ করিল। দ্বিতীয় পরিচ্ছেদ অমরনাথের কথা রজনীর সম্পত্তির উদ্ধার জন্য আমার এত কষ্ট সফল হইয়াছে, মিত্রেরাও নির্বিববাদে বিষয় ছাড়িয়া দিয়াছে, তথাপি বিবয়ে দখল লওয়া হয় নাই, ইহা শুনিয়া অনেকে চমৎকৃত হষ্টতে পারেন । তাহাতে আমিও কিছু বিস্মিত। বিষয় আমার নহে, আমি দখল লইবার কেহ নছি। বিষয় রজনীর, সে দখল না লইলে কে কি করিতে পারে ? কিন্তু রজনী কিছুতেই বিষয়ে দখল লইতে সম্মত নহে। বলে—আজি নহে—আর দুই দিন যাক—পশ্চাৎ দখল লইবেন ইত্যাদি । দখল না লউক—কিন্তু দরিদ্রকস্তার ঐশ্বৰ্য্যে এত অনাস্থা কেন, আমি অনেক ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। রাজচন্দ্র এবং রাজচন্দ্রের স্ত্রীও এ বিষয়ে রজনীকে অনুরোধ করিয়াছে, কিন্তু রজনী বিষয়ে সম্প্রতি দখল লইতে চায় না। ইহার মৰ্ম্ম কি ? কাহার জন্য এতু পরিশ্রম করিলাম ?