পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

映 রজনী সে কথা কিছু না বলিয়া রাজচন্দ্রকে বলিলাম, “আমি সবই জানি। আমি আরও যাহা জানি, তোমায় বলিতেছি। তুমি কিছু লুকাইও না।” রাজ। কি—আজ্ঞা করুন। আমি। রজনী তোমার কন্যা নহে। রাজচন্দ্র বিস্মিত হইল। বলিল, “সে কি ! আমার মেয়ে নয় ত কাহার ” “হরেকৃষ্ণ দাসের।” 蠍 রাজচন্দ্র কিছুক্ষণ নীরব হইয়৷ রহিল। শেষে বলিল, “আপনি কে, তাহ জানি না। কিন্তু আপনার পায়ে পড়ি, এ কথা রজনীকে বলিবেন না।” আমি। এখন বলিব না। কিন্তু বলিতে হইবে। আমি যাহা জিজ্ঞাসা করি, তাহার সত্য উত্তর দাও। যখন হরেকৃষ্ণ মরিয়া যায়, তখন রজনীর কিছু অলঙ্কার ছিল ? রাজচন্দ্র ভীত হইল। বলিল, “আমি ত তাহার অলঙ্কারের কথা কিছু জানি না। अलहांद्र किडूहे *ाहे नाहे ।” আমি হরেকৃষ্ণের মৃত্যুর পর ভূমি তাহার ত্যক্ত সম্পত্তির সন্ধানে সে দেশে আর গিয়াছিলে ? - রাজ। ই, গিয়াছিলাম। গিয়া শুনিলাম, হরেকৃষ্ণের যাহা কিছু ছিল, তাহ পুলিবে লইয়া গিয়াছে। আমি। তাহাতে তুমি কি করিলে ? রাজ। আমি আর কি করিব? আমি পুলিকে বড় ভয় করি, রজনীর বালারি মোকদ্দমায় বড় ভুগিয়াছিলাম। আমি পুলিষের নাম শুনিয়া আর কিছু বলিলাম না। আমি। রজনীর বালাচুরি মোকদম কিরূপ? রাঙ্গ। রজনীর অন্নপ্রাশনের সময় তাহার বালা চুরি গিয়াছিল। চোর ধর পড়িয়ছিল। বর্ধমানে তাহার মোকদম হইয়াছিল। এই কলিকাতা হইতে বৰ্দ্ধমানে আমাকে সাক্ষ্য দিতে যাইতে হইয়াছিল। বড় ভূগিয়াছিলাম। আমি পথ দেখিতে পাইলাম।