পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৮৬
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ।

অপরাপর প্রয়োজনীয় বিজ্ঞানাদির শিক্ষা দেওয়া যাইতে পারে। যে অর্থ এখন প্রস্তাবিত কাৰ্য্যে ব্যয় করিবার অভিপ্রায় করা হইয়াছে, তদ্দারা ইউরোপে শিক্ষিত কতিপয় প্রতিভাশালী ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে নিযুক্ত করিলে, ও ইংরাজী শিক্ষার জষ্ঠ্য একটী কালেজ স্থাপন করিলে, ও তৎসঙ্গে পুস্তকালয়, বৈজ্ঞানিক পরীক্ষার যন্ত্রাদি, প্রয়োজনীয় পদার্থ সকল দিলেই পূর্বোক্ত উদ্দেপ্ত সিদ্ধ হইতে পারে।”

 সুবিখ্যাত বিশপ হিবার (Bishop Hebor) এই পত্র লর্ড আমহাক্টের হন্তে অৰ্পণ করিয়াছিলেন। পত্রপানির প্রার্থনা পূর্ণ হইল না বটে, কিন্তু তাহার ফল স্বরূপ এই নিষ্কারণ হইল যে কলিকাতার মধ্যস্থলে যে সংস্কৃত কালেজ স্থাপিত হইবে, তাহার সঙ্গে পূর্ব-প্রতিষ্ঠিত মহাবিদ্যালয় বা হিন্দু কালেজের জন্য গৃহ নিৰ্ষিত হইবে। তদনুসারে ১৮২৪ সালের ২৫শে ফ্রেব্রুয়ারি সম্মিলিত কালেজ-গৃহদ্বয়ের ভিত্তি স্থাপিত হইল।

 এই সময়ে জার একটী পরিবর্তন ঘটে। হিন্দু কলেজের জ্য ইহার স্থাপনাকালে যে ১১৩১৭৯ টাকা মূলধন রূপে সংগৃহীত হয়, তাহ৷ জোসেফ বেরেটে নামক এক ইটালীদেশীয় সওদাগরের হস্তে ন্যস্ত ছিল। ১৮২৪ সালে বেরেটো কোম্পানি দেউলিয়া হইয়া যা ওয়াতে ঐ অর্থের অধিকাংশ নষ্ট হইয়া ২৩৫০০ টাকা মাত্র অবশিষ্ট থাকে। সুতরাং কালেজ কমিটী নিরুপায় চইয়। গবৰ্ণমেন্টের শরণiপন্ন হন॥ গবর্নমেন্ট সাহায্য দিতে প্রস্তুত হন, কিন্তু প্রস্তাব। করেন যে তাঁহাদের নিযুক্ত কোনও কচারীকে কালেজের। পরিদর্শকরূপে নিযুক্ত করিতে হইবে। তদনুসারে তঃানীন্তন কমিটী অব পবলিক ইনষ্ট্ৰকশনের সম্পাদক এইচ. এইচ উইলসন সাহেব প্রথম পরিদর্শক নিযুক্ত হন। গবৰ্ণমেন্ট প্রধমে মাসে ৯০০ শত টাকা, পরে ১৮৩০ খৃষ্টাক হুইতে ১২৫ • টাক্সা করিয়া সাহায্য দিতে থাকেন।

 “১৮২৮ সালে রামতনু লাহিড়ী মহাশয় স্কুল সোসাইনর স্কুল হইতে হিন্দ কালেজে আসিলেন। তখন এই নিয়ম ছিল, যে বর্ষে বর্ষে স্কুল সোসাইটির স্কুল হইতে অগ্রগণ্য ছাত্রেরা হিন্দু কালেজে আসিত। তাহাদের মধ্যে যাহাদের অবস্থা৷ মদ, তাহাদের বেতন স্কুল সোসাইট দিতেন॥ তাহারা অবৈতনিক ছাত্ররূপে হিন্দু কালেজে পাঠ করিত। ' লাহিড়ী মুকশিয় সেই শ্রেণীগণ্য ছাত্রহ্মপে “হিন্দুকালেজে আসিলেন। দিগম্বর মিত্রও সেই সঙ্গে আসিলেন। তাঁহারা আাসিয়া চতুর্থ শ্রেণীতে ভর্তি হইলেন। এখানে যে সকল।