পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৫৪
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

Patriot, starototim cotto Bengal Spectator, wishopsin costs: Hindoo Intelligencer, কিশোরীচঁাদ মিত্রের Indian Field সমধিক প্রসিদ্ধি লাভ করিস্থাছিল।

 ১৮৫৮ সালে সোমপ্রকাশের অভু্যদয়ের সময়েও এই ছিছি রবটা প্রবল ছিল। আমার বোধ হয় এই ছি ছিররটা নিবারণ করাই সোমপ্রকাশের জন্মের অন্ততম কারণ ছিল। ১৮৫• হইতে ১৮৫৮ সালের মধ্যে এই ছি ছি রব নিবারণের আরও চেষ্টা হইয়াছিল। কয়েকখানি উৎকৃষ্ট শ্রেণীর বাঙ্গালা সাময়িক পত্র প্রকাশ পাইয়াছিল। তন্মধ্যে সুবিখ্যাত ডাক্তার রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদিত “বিবিধার্থ সংগ্ৰহ” ও তৎপরে পরিবর্তিত আকারে প্রকাশিত “রহস্ত-সন্দর্ভ’ বিশেষ রূপে উল্লেখ যোগ্য। তাহা যদিও ঠিক সংবাদ পত্র ছিল না বটে, তথাপি মিত্ৰজ মহাশয় উক্তপত্রে গম্ভীর ভাষায় যে সকল মহামূল্য জ্ঞাতব্য বিষয় পাঠকগণের.গোচর করিতেন, তাহ পাঠ করিয়া আমরা বিশেষ উপকৃত হইতাম। সে প্রবন্ধগুলি চিরদিন আমাদের স্মৃতিতে রহিয়াছে।

 সোমপ্রকাশের অভু্যদয়ের প্রাকৃকালেই প্যারীচঁাদ মিত্র ও রাধানাথ শিকদারের “মাসিক পত্রিকা” প্রকাশিত হর। তাহাতে অনেক জ্ঞাতব্য বিষয় থাকিত বটে,কিন্তু তাহ “অীলালী ভাষাতে” লিখিত হইত, ইহা অগ্ৰেই বলিয়াছি। এই ক্ষেত্রে সোমপ্রকাশের আবির্ভাব। সে দিনের কথা আমাদের বেশ স্মরণ আছে। এ কাগজ কে বাহির করিল, এ কাগজ কে বাহির করিল, বলিয়া একটা রব উঠিয়া গেল। যেমন ভাষার লালিতা, তেমনি বিষয়ের গাম্ভীৰ্য্য। সংবাদ পত্রের এক নূতন পথ, বঙ্গসাহিত্যের এক নুতন যুগ প্রকাশ পাইল। বিদ্যাভূষণ জানিতেন তাহার উক্তির মূল্য কত। কাগজ . সাপ্তাহিক হইল, কিন্তু মূল্য হইল বার্ষিক দশ টাকা; তাহাও অগ্রিম দেয়। ইহাতেও সোমপ্রকাশ দেখিতে দেখিতে উঠিয়া গেল। ১৮৫৮ সালে প্রকাশিত হইলেও ১৮৬০ হইতে ઝ૧• সালের মধ্যে সোমপ্রকাশের প্রভাব মাধ্যন্দিন রেখাকে অতিক্রম করিয়াছিল “সেই কারণেই এই কালের মধ্যে তাহার উল্লেখ করিলাম।

 সোমপ্রকাশের পর আরও অনেক বাঙ্গাল সাপ্তাহিক পত্র প্রকাশিত হইয়াছে; ভাষার চটক ও রচনায় নিপুণতা আরও বাড়িাছ, রাজনীতির চর্চা ৰহুগুণ বাড়িয়াছে; কিন্তু তদানীন্তন সোমপ্রকাশের স্থান কেহই অধিকার করিতে পারেন নাই। ভিতরকার কথাটা এই, লিখিার শক্তির উপর সংবাদ পত্রের