পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৯৮
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

অব মেডিসিনের সভ্যগণের মধ্যে আপত্তি উপস্থিত হয়। উক্ত ফ্যাকলটার ডাক্তারগুণ তাহাকে গ্রহণ করিতে অস্বীকৃত হন। আবার সেই পুরাতন প্রশ্ন, সেই পুরাতন বিবাদ। ডাক্তার সরকারকে স্বীয় পক্ষ সমর্থন করিয়া দুইখানি পত্র লিখিতে হয়; তাহাতে সেনেটের সভ্যগণের মনের সকল সন্দেহ ভঞ্জন হয়; এবং তাহারা তাহাকে ফ্যাকল্টী অব মেডিসিনে বাহাল রাখেন।

১৮৭৬ সালে তাহার প্রধান উদ্যোগে ও তাহারি চেষ্টায় ‘সাএন্স এসোসিএ*ন’ প্রতিষ্ঠিত হয়; এবং অদ্যাপি বর্তমান আছে।

১৮৭৭ সালে তিনি কলিকাতার অন্ততম অনারারি মাজিষ্ট্রেটরূপে বৃত হন; এবং তাহার মৃত্যুর পূর্ববৎসর পর্যন্ত ঐ কাৰ্য্য দক্ষতার সহিত করিয়া আসেন।

১৮৮৩ সালে গবৰ্ণমেণ্ট তাহার মান সন্ত্রমেয় চিতুম্বরূপ র্তাহাকে সি, আই, ই, উপাধি প্রদান করেন।

১৮৮৭ সালে তিনি ছোটলাটের ব্যবস্থাপক সভার সভ্যরূপে মনোনীত হন। ১৮৯৩ সালে চতুর্থ বার মনোনীত হওয়ার পর তিনি ঐ পদ নিজে পরিত্যাগ করেন।

১৮৮৭ সালে তিনি কলিকাতার শেরিফের পদে বৃত হন। ১৮৯৩ হইতে ১৮৯৫ পর্য্যস্ত চারি বংসরের জন্য ফ্যাকলট অব আর্টের সভাপতির কার্য্য করেন।

বহুবৎসর এসিয়াটিক সোসাইটর সভ্যপদে অভিষিক্ত ছিলেন। ১৮৯৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালর তাহাকে অনারারি ডি, এল উপাধি প্রদান করেন।

এতদ্ভিন্ন তিনি স্বদেশ-বিদেশের অনেক বিজ্ঞান-সভার সভ্যপদে; মনোনীত হইয়াছিলেন।

সায়েন্স এসোসিএশন স্থাপন ব্যতীত তিনি আর একটী সদনুষ্ঠানের স্বত্রপাত করিয়াছিলেন। একবার স্বাস্থ্যলাভের উদ্দেশে তিনি বৈদ্যনাথে বাস করিতেছিলেন। তখন তথাকার কুষ্ঠরোগীদিগের দুর্দশা দেখিয়া তাহার পর-দুঃখকাতর হৃদর বড় ব্যথিত হয়। তিনি নিজে ৫০০০ হাজার টাকা ব্যয় করিয়া কুষ্ঠাদিগের জন্য একটী আশ্রয়-বাটিক নিৰ্ম্মাণ করেন; এবং তাহার পত্নী ‘লাজকুমারীর’ নামে তাহ উৎসর্গ করেন। ১৮৯২ সালে সার চালস ইলিয়ট তাঙ্গার ভিত্তি স্থাপন করেন।