পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩২৬
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

সুপি জগন্নাপয় যাত্রী: পুরীতে: ঘাইতেছিল। বঙ্গোপনগরের মুখে রায় হুইয়া। ঐ জাহাজ জলমগ্ন হয়। সেই জাহীঙ্গে ৰঘুঙ্গ মহাশয়ের মাতার - যাইবার কথা। ছিল; কোন ও প্রতিবন্ধক বণতঃ যা ওয়া হয় নাই। তাহার পৌত্র পৌত্রীরা। যখন গিয়া। তাহাকে এই সংবাদ, দিয, বলিতে লগল—“ঠাকুর মা-ভাগ্যে তুমি সে জাহাজে যাও মাই, জাহাজ ডুবে এত লোক মরেছে।” তখন সেই সংবাদ শুনিয়া আনন্দ না। করিয়া উমাকিশোরী ক্ৰন্দন করিতে লাগিলেন “হায় না জানি আমার পূর্ধস্বন্মের কি পাপই আছে! আমি কেন সে জাহাজে থাকিলাম না? জগন্নাথের পথে যাদের প্রাণ যায় তার ত ধন্ত।”

 বলিতে গেলে শৈশব হইতেই আনন্দমোহন এই সাধুচক্তি ও ধৰ্ম নিষ্ঠার 'দৃষ্টান্ত প্ৰদৰ্শন করিতে লাগিলেন। কোনও সং বিষয়ের প্রসঙ্গ হইলেই পিপীলিকা যেরূপ মধু বিন্দুর দিকে আরুষ্ট হয়, তেমনি কিনি সেই দিকে আকৃষ্ট হইতেন; এবং ধর্মের বিধিবাবস্থা সকল পুপ্ৰানুপুরূপে পালন করিতেন।

 যেমন একদিকে ধর্মানুরাগ তেমনি অপস দিকে আশ্য প্রতিভা। পাঠে। অত্যর বালকেরই এ প্রকার অভিনিবেশ দেখা যাইত। . তাহার বয়ঃক্রম যখন | নয় বৎসরের অধিক হইবে ন৷ তখন তিনি ছাত্রবৃত্তি পরীক্ষাতে উত্তীর্ণ হুইস্রা চারি টাকা বৃত্তি পাইলেন।; পাইয়া সয়মনসি:হ জেলা স্কুণে ইংরাজী পড়িতে আরম্ভ করিলেন॥ ১৮৬২ সালে প্রবেশিকা পরীক্ষাতে উত্তীৰ্ণ হইয়! তিনি তৎকালীন প্রথম শ্রেণীর ১৮ টাকা বৃত্তি প্রাপ্ত হন।: শুনিয়াছি ইহার কিছুদিন পূর্বেই তাহার পিতৃবিয়োগ হয়; সেজষ্ঠ গোলমালে তাঁহার পরীক্ষার পূর্বে। তিন মাস পড়া হয় নাই।; তথাপি এই উচ্চস্থান অধিকার করিয়াছিলেন। এই সময়ে বা ইহার কিছু পরে প্রসিদ্ধ ডেপুটী মাজিটে ভগবানচন্দ্র বস্তু মহাশয়ের জ্যেষ্ঠা কন্যস্বর্ণপ্রভার সহিত তাহার বিবাহ হক্স। প্রবেশিকা পরীক্ষাতে উৰ্ত্তীণ হইয়া তিনি কলিকাতার প্রেনিডেমি কাণেজে আসেন; এবং এখানে এক-এ, বি-এ, এম-এ প্রভৃতি সমুদয় পদ্মীক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করিতে থাকেন এবং সর্বশ্রেষ্ঠ বৃত্তিও পারিতোষিকাদি ’ লাভ করেন।: এই সময়ে গাহার অঙ্কশাস্ত্রে। পারদর্শিতার খ্যাতি সৰ্বত্র ব্য’তম।

 ময়মনসিংহে গাকিতেই তিনি ব্রাহ্মসমাজের নাম শুনিয়ৰছিলেন এবং ক্রাসবিশেল্প: সংশ্রবে অসয়াছিলেন। কলিকাতাতে আসিয়া ..অপরাপয়। যুবকের চার তিনিওঁ কেশবচারোর বাক্সা -ব্রাহ্মসমাজের দিকে আকৃষ্ট:হন;