পাতা:রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৪৪
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ

কয়েক বৎসরের মধ্যেই তিনি ইহার সহকারী সম্পাদক হইয়া অসাধারণ প্রম করিতে লাগিলেন। মনোযোগপূর্বক রাজনৈতিক প্রশ্ন সকলের আলোচনা কর, সামের কুলীদিগের অবস্থা পরিদর্শন করা, সঞ্জীবনী সংবাদপত্রের কৃষ্টি ও সম্পাদন বিষয়ে সহায়তা করা, কংগ্রেগাদির কার্যের প্রধান ভার গ্রহণ করা ইত্যাদি নানা কার্যে তিনি ব্যাপৃত হইয়। প্লড়িলেন। তাঁহার প্রকৃতিই এই ছিল যে, যে কার্য্যে হাত-দিতেন তাঁহা প্রাণ মনের সহিত করতেন। একবার তিনি আসামের কুলীদিগের অবস্থা পরিদর্শনের জন্ত স্বয়ং আলামে গমন করিলেন। তখন বর্ষাকাল সমাগত ব্ৰহ্মপুত্র জলপূর্ণ হইয়া দুই ধার প্লাবিত করিতেছে; যাতায়াত দুঃসাধ্য, তাহাকে প্রতিনিবৃত্ত হইবার জন্ত কণ্ড অনুরোধ করা গেল, তাহার প্রতি কৰ্ণপাত করিলেন না; জলে ঝড়ে প্লাবনে স্বকাৰ্য সাধনে রত রছিলেন। একদিন পথে চলিতে চলিতে নদীর স্রোতে জলমগ্ন হইলেন। সে দিন অতি কষ্টে তাঁহার প্রাণ রক্ষা হইল। তথাপি তাহার উৎসাহ বা কাৰ্য্যতৎপরতার বিরাম হইল না। সেই কার্য্যেই প্রবৃত্ত রহিলেন। ওদিকে ইণ্ডিয়ান এসোসিএসনের সহকারী সম্পাদক দ্বারকানাথ গাঙ্গুলি আসামে কেন, এই বলিয়া সৰ্ব্বত্রই গবর্ণমেণ্টের কৰ্ম্মচারিগণ সশঙ্কিত হুইয়া উঠিলেন।' তিনি যেখানেই যান সঙ্গে সঙ্গে পুলিস; অধিকাংশ স্থলে ডেপুটী কমিশনরগণ বাঙ্গালি ভদ্রলোকদিগের নিকট হইতে তাঁহার বিষয়েং বাদ সংগ্রহ করেন।

 এইরূপ অসুবিধার মধ্যে কাৰ্য্য করিয়াও তিনি চা-বাগানের কুলীদের বিষয়ে অনেক সংবাদ সংগ্ৰহ করিলেন; এবং সঞ্জীবনীতে প্রেরণ করিতে লাগিলেন। এই হতভাগ্য कुनौत्नत्व হরবস্থার বিষয়ে লোকে अक्क ছিল, তাহার প্রেরিত ংবাদে লোকের চিত্ত চমকিয়া উঠিল, কুলীদের রক্ষার জন্ত মধ্যবিত্ত ভদ্রলোকদিগের মন ব্যাকুল হইয়া উঠিল। দিন দিন কুলীসংক্রান্ত মোকদ্দমার সংখ্যা বাড়িতে লাগিল। গবর্ণমেন্ট কুলী আইনের সংশোধন করিতে প্রবৃন্ত হইলেন। o কিন্তু ঐ আইন সংশোধন করিয়া ও এক্ষণে যাহা আছে তাহাও নির্দোষ নহে। এখনও হতভাগ্য কুলীগ ন জানিয়া আপনাদিগকে দাসত্বে বিক্রয় করিয়া বন্দীদশাতে দিন যাপন করিতেছে। আর দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় নাই, তাহদের জন্ত কাদিবার লোকৰ নাই।

 একদিকে গঙ্গোপাধ্যায় মহাশয় যখন রাজনীতি, ক্ষেত্রে বীরের তায় কাৰ্য্য করিতেছিলেন। তখন তাহার হৃদয় ও তাঁহ’র আশ্চৰ্য্য কাৰ্য্যশক্তি আর