পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসি । నs খড়গও উত্তম, পরস্তু তাহার অন্য এই এক লক্ষণ আছে যে, তস্থার ক্ষত হইলে, ক্ষত স্থান হইতে তিলতৈলবৎ বসা নির্গত হয়। অগ্নিশিখাঙ্গ খঙ্গের পরীক্ষা এই যে, তদুপরি শীতল জল রাখিলে তাহ তৎক্ষণাৎ উষ্ণ হইয়া যাইবে । মালাঙ্গ চিহ্নযুক্ত উত্তম খঙ্গের অন্ত এক পরীক্ষা এই যে, তৎপ্রক্ষালিত জল সুগন্ধ। ইহার তৃতীয় লক্ষণ এই যে, ইহার উপর তপ্ত জল রাখিবমাত্র শীতল হইয়া যায়। এই খড়গ আবার পিত্তরোগের ঔষধ বিশেষ। জীরকাঙ্গ খঙ্গের দ্বারা ক্ষত হইবামাত্র জর হইয়া থাকে এবং ভ্রমরাঙ্গ খঙ্গের দ্বারা ক্ষত হইলে তৎক্ষণাৎ তাহার বিমুচিকা রোগ জন্মে । লাঙ্গলাঙ্গ খড়গও উত্তম, পরস্তু তৎম্পর্শে সৰ্প মরিয়া যায় । মরিচাঙ্গ খঙ্গের দ্বারা ক্ষত হইলে শরীরের রক্ত সমুদায় কটু অর্থাৎ ঝাল আস্বাদ হইয়f যায়, এবং ইহার ক্ষালন জলের দ্বারা পীনস রোগ নষ্ট হয় । সপফণাঙ্গ খঙ্গের দ্বারা ক্ষত হইলে শরীরে বিষ-বিকার উপস্থিত হয়, এবং ইহার স্পর্শমাত্র ভেকেরা প্রাণত্যাগ করে । অশ্ব খুরাঙ্গ খড়গও উত্তম, পরস্তু তাহার স্পর্শে অশ্বগণের বেগগতি জন্মে এবং তাহা দ্বারা অনেকবিধ রোগ নষ্ট হয় । সর্ষপ পুষ্প চিহ্নযুক্ত খঙ্গও উত্তম । ইহা এত কোমল যে, ইহাকে কুণ্ডলীকৃত করা যায় এবং ছাড়িয়া দিলে আবার ষে সেই হয়, অর্থাৎ ইহাতে স্থিতিস্থাপক গুণ অতি প্রবলরূপে থাকে। ময়ুর পিচ্ছাঙ্গ খঙ্গও উত্তম। কোনও সর্প ইহার স্পর্শ সহ করিতে পারে না এবং ইহার দ্বারা ক্ষত হইলে নিরস্তর বমি হয়। ক্ষৌদ্রাঙ্গ খড়গও উত্তম । ইহার অন্ত এক লক্ষণ এই যে, সৰ্ব্বদাই ইহাতে-মধুমক্ষিক বসিতে চাহে। মক্ষিকাঙ্গ খঙ্গের গাত্রে তৈলনিক্ষিপ্ত করিলে তাই তৎক্ষণাৎ শুষ্ক হইয়া যায়। সিংহাঙ্গ খঙ্গের দ্বারা ক্ষত হইবামাত্র মনুষ্য উন্মত্ত হইয় পড়ে। তণ্ডুলাঙ্গ খঙ্গ অতি উত্তম। ইহার পরীক্ষা এই যে, ইহাতে জল পযুষিত হইলে তাহা তণ্ডুলোদকের স্তায় দৃপ্ত হইয়া যায়। মকর পুচ্ছচিহ্নযুক্ত খঙ্গের এই এক অদ্ভুত শক্তি আছে যে, তৎম্পর্শে মৎস্ত মাত্রেই মৃত হয়। নেত্রাঙ্গ খঙ্গের এই এক আশ্চৰ্য্য গুণ থাকে যে, তৎধেীত জলের দ্বারা রাত্রান্ধত নষ্ট হয়। বিশ্ব ফলাঙ্গ খঙ্গের পরীক্ষা এই যে, তাহাতে জল রাগিলে তাহা তিক্তাস্বাদ হইয়া যায়। সেই জলের দ্বার পিত্তশ্লেষ্মা বিকার নষ্ট হয়। লগুনাঙ্গ খঙ্গ ধৌত জলের দ্বার আমবাত রোগ নষ্ট হয়। প্রোষ্ট্ৰীশঙ্ক চিহ্নযুক্ত খঙ্গের এই এক মহৎ গুণ আছে ষে, উহা জলে ভাসে । এই খড়গ অতি দুর্লভ। চম্পক পুষ্পাঙ্গ খঙ্গের জলও তিক্তাস্বাদ হয়। লোম চিহ্নযুক্ত খঙ্গের দ্বারা ক্ষত হইলে সৰ্ব্বশরীরে ব্ৰণ হয়। সিজ, পত্রাকার গাত্র ও সিজকণ্টকাকার চিহ্ন এরূপ খঙ্গের দ্বারা ক্ষত হইলে দা,