পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为警积 ভারত-রস্থস্ত । অনুগমন করেন । র্যাহারা অখরক্ষক হন, মহারাজ র্তাহাদিগের প্রতি এইরূপ অনুজ্ঞা করেন যে, তোমরা এই অশ্বকে বাড়বানল, দাবানল, জল, ও বিবিধ সঙ্কট স্থান হইতে সাবধানে রক্ষা করিবে । এ যখন পররাজ্যে সঞ্চরণ করিবে, তখন যদি কোন রাজা ইহাকে নিরুদ্ধ করে, তবে তোমরা তাহাকে পরাজয় করিয়া অশ্বের উদ্ধার করিবে । যে যে ইহার বিরোধী হইবে, তোমরা তৎক্ষণাৎ তাহাদের প্রতিবিধান করিবে। যজ্ঞশ্ব রক্ষাকরার ফল আছে, যাও, তোমাদের কুশল হউক ৷” 3. অনন্তর রাজকুমারের সকল দিকেই অশ্বকে সঞ্চারিত করিয়া পুনৰ্ব্বার যজ্ঞস্থানে আনয়ন করেন। এই কাৰ্য্যে অনুনি ছয় মাস, অনধিক এক বৎসর কাল অতিবাহিত হয়। এক বৎসরের মধ্যে ফিরিয়া অভ্যাসাই বিধি, বিঘ্নক্রমে অধিক কাল হইলে প্রায়শ্চিত্ত করিয়া যজ্ঞ সমাপ্ত করিতে হয় । যিনি রাজাধিরাজ মহারাজ ক্ষত্রিয়চূড়ামণি, তিনিই এই যজ্ঞে প্রবৃত্ত হইয়া থাকেন। সুতরাং তাহার প্রতাপবলে ইহা সুসম্পন্ন হইয়া থাকে। অশ্ব ফিরিয়া অসিলে সংজ্ঞপন ধৰ্ম্মে তাহাকে বধ এবং হোম কাৰ্য্য সমাপ্ত করা হয় । জৈমিনীয়াশ্বমেধ গ্রস্থে এতৎ, সম্বন্ধে যেরূপ বিধি ব্যবস্থা আছে, তাহাও এস্থলে প্রদান করিতেছি । o যুধিষ্ঠির উবাচ। ব্রাহ্মণাং কতিসংখ্যাকা: দক্ষিণ কীৰ্দশী ক্রতোঃ । হয়শ্চ কীদৃশো ভাব্যস্তন্মে ব্যাখ্যাতুমৰ্হসি ॥ ২৮ ৷৷ ব্যাস উবাচ । দ্বিজ বিংশতিসাহস্ৰ মখাদেী সম্প্রকীৰ্ত্তিতাঃ । কুলীনা: সন্মতাঃ প্রাজ্ঞ বেদশাস্ত্রার্থপারগাঃ । একৈকৰ্ম্মৈ দ্বিজায়াহুত্র দক্ষিণাং প্রবদমি তে ॥ ৩৯ ৷ একোগজে রথশ্চৈকে হয়শ্চৈক: সকাঞ্চন: । প্রত্যেকং গোসহস্রঞ্চ রত্ন প্রস্থং সকাঞ্চনম্ ॥ ৪• ॥ ভারশ কাঞ্চনস্যৈকঃ প্রদেয়া দক্ষিণ মথে। যস্মিন দিনে হয়ে রাজন মুচ্যতে প্রথম হি সী ॥ ৪১ ৷ দক্ষিণ কথিত রম্য তুরগং কথয়ামি তে। গোক্ষীরসমবর্ণঞ্চ কুন্দুেহিমসন্নিভম্।। ৪২ ৷