পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজাভিষেক পদ্ধতি । রামায়ণ, মহাভারত ও অন্যান্ত পুরাণে প্রাচীন হিন্দুরাজাদিগের রাজাভিষেক সম্বন্ধে নানা কথা শুনা যায় এবং তাহা কিরূপে অনুষ্ঠিত হইত তাহ জানিবার জন্য অনেকেরই ইচ্ছ। সমুদ্ভূত হইতে দেখা যায়। বস্তুতঃ তৎকালের হিন্দুরাজাদিগের রাজাভিষেক পদ্ধতি জানা না থাকাতে অনেকেই সেই সেই প্রস্তাব পাঠে অতৃপ্ত হইয়া থাকেন, ইহা দেখিয়া আজ আমরা তাহদের সুগোচরার্থ এই প্রবন্ধ লিখিতে বাধ্য হইলাম। * বর্তমান হিন্দুরাজগণ এই কাৰ্য্য কিরূপে সম্পন্ন করিয়া থাকেন, তাহ আমরা সুন্দররাপে জ্ঞাত নহি । যাহাই হউক, বৰ্ত্তমান রাজগণের অভিষেক-প্রণালী আমাদের বর্ণনীয় বস্তু নহে । প্রাচীন কালের আর্য্য নরপতিগণ যেরূপে অভিষিক্ত হইতেন, তাহাই এ প্রবন্ধে বর্ণিত হইবেক । অভিষিকের বিধি । হিন্দুরাজগণের মধ্যে কোন সময়ে অভিষেক বিধি প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহা অনুসন্ধান করিলে জানা যায় যে, উক্ত বিধি যজুৰ্ব্বেদের সময়েই সৰ্ব্ববাদিসম্মত ও সৰ্ব্বাঙ্গ সম্পন্নরূপে প্রতিষ্ঠিত হইয়াছিল। যজুৰ্ব্বেদে রাজস্বয় যজ্ঞের অধিকারী নির্ণয় প্রসঙ্গে “স এষ মূৰ্দ্ধাবষিক্তো রাজা রাজস্থয়েন যজেত” এইরূপ লিখিত হইয়াছে। অনন্তর যজুৰ্ব্বেদোক্ত বিধির অনুসরণ করিয়া অথৰ্ব্ববেদ তাহার প্রকৃত অনুষ্ঠান পদ্ধতি করিয়াছেন, ইহাও দৃষ্ট হয়। অতএব, রাজাভিষেক প্রথা বা ব্যাপারটা এদেশের বহু পুরাতন । অথৰ্ব্ববেদে যে অনুষ্ঠানস্বত্র লিখিত হইয়াছে, বিষ্ণুধৰ্ম্মোত্তর, দেবীপুরাণ ও অগ্নি পুরাণ প্রভৃতি তাহাই বিশদ ও বিস্তৃত করিয়া স্বতন্ত্র স্বতন্ত্র পদ্ধতি প্রণয়ন করিয়া গিয়াছেন। অভিষেকের উপর ব্রাহ্মণগণের কতৃত্ব । মহাত্মা মনুর সময়ে, রাজ্যাভিষেকের সহিত ধৰ্ম্মের সংস্থষ্টতা ও ব্রাহ্মণদিগের কর্তৃত্ব ছিল। যথা- -