পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&g ভারত-রহস্ত । প্রথম সপ্তাহতি । এই সপ্তাহুতির ৭ট ঋক মন্ত্র আছে। পরে উত্তর পূৰ্ব্বাদ্ধ তৎপশ্চাৎ দক্ষিণ পূৰ্ব্বদ্ধ হোম । তাহার পর অভ্যতান নামক হোম । ইহাতে ১৭টী আহুতি সুতরাং ১৭ট মন্ত্র । ইহার পর উত্তরাঙ্গ হোম । ইহাতে ৫টী আহুতি ও পাঁচটী মন্ত্র। পরে সমৃদ্ধি হোম । সমৃদ্ধি হোমের পর সন্নতি হোম । সন্নতি হোমে ৪ অস্থিতি ও ৪ মন্ত্র। পরে স্বিষ্টিকৃৎ হোম । ইহাতে ১ আহুতি ও একটী মন্ত্র । তৎপরে একাদশ মন্ত্রের দ্বারা প্রায়শ্চিত্ত হোম । অনন্তর স্মৃতি হোম । স্মৃতি হোমে প{চ অস্থিতি । পরে সংস্থিতি হোমে ৭ আস্থতি । পরে স্বাস্থতিকে সমান হোম বলে । ( এই সকল আহুতি দানের পৃথক পৃথকৃ মন্ত্র আছে—তাহ কস্মিন কালেও কাহারও অবিশুক হুইবার সম্ভাবনা নাই বলিয়া লিখিত হইল না )। আহুতি দান সমাপ্ত হইলে, হোত সেই সকল পূৰ্ব্বাস্তৃত কুশ সকল উঠাইয়া তাহা অগ্নিকুণ্ডে (মন্ত্র পাঠ পূৰ্ব্বক ) নিক্ষেপ করিবেন । ইহার নাম বৰ্হিহোম । পরে অবশিষ্ট ঘূতাদি দ্রব্যও বহ্নিতে মন্ত্রোচ্চারণ পূর্বক নিক্ষেপ করিবেন । ইহার নাম সংস্রব হোম। পরে স্রাব অর্থাৎ আহুতি দানের পত্র ইন্দ্র প্রতিম সন্নিধানে স্থাপন করিয়া পুনৰ্ব্বার ইন্দ্রের পূজা করিবেন। পূজাস্তে ইন্দ্রের ও র্তাহার পরিবার বর্গের উদ্দেশে মাষভক্তবলি নিবেদন করিয়া এই বলিয়া প্রার্থনা করিবেন,— “ভো ইন্দ্র । দিশং রক্ষ বলিং ভক্ষ যজমানস্য আয়ুষ্কৰ্ত্ত ক্ষেমকর্তা শাস্তিকৰ্ত্ত ভব ? ইহার পর দশট মন্ত্রের দ্বারা দশ দিকে দশ দিক্ পতির উদ্দেশে বলি নিবেদন করিবেক । পরে ক্ষেত্র প{লের উদ্দেশে মহাবলি প্রদান করিবেক । তাহার মন্ত্র এইরূপ-—“ক্ষেত্রিয়া তথা ক্ষেত্রস্য পতিম ক্ষেত্রপালায় ভূতপ্রেতপিশাচরাক্ষসশাকিনীডাকিনীবেতালাদিপরিবারযুতায় নমঃ ” মন্ত্রেচারণ দ্বার বলি প্রদত্ত হইবামাত্র তাহ শূদ্র কি ব্রাহ্মণের দ্বারা চতুষ্পথে কি তৎসদৃশ অন্ত কোন স্থানে স্থাপিত করিবেক। অবশেৰে গুচি হইয়া ঐন্ত্ৰী শান্তির পূর্ণতা সিদ্ধির জন্ত পূর্ণাহুতি দান করিবেক । পূর্ণাহুতির দ্রব্য—অজ্য, বস্ত্রবেষ্টিত ও চন্দনম্রক্ষিত নারিকেল ফল । পূর্ণহোমের পর পুনৰ্ব্বার সমিধ হোম পরে মুখমার্জনাদি কতিপয় ও স্বৰ্য্যদর্শনাদি কতিপয় ক্রিয়া মন্ত্ৰপুৰ্ব্বক অমুষ্ঠিত হইয়া থাকে। পরে অগ্নি বিসজর্মন, ব্রন্ধ উথাপন, উচ্ছিষ্ট মার্জন, নমস্কার ও দক্ষিণ দান করিবেক । এইরূপে শাস্তিকাৰ্য্য সমাপ্ত হইলে রাজা পত্নীসমভিব্যাহারে উপবিষ্ট হইবেন, এবং কুটুম্বমণ্ডল তাছাকে বেষ্টন করিয়া বসিবেলু। তৎপ্রকারে উপবিষ্ট রাজাকে পুরোহিতগণ শাস্তিকলসস্থ জলের দ্বারা অভিষেক, পরে আশীৰ্ব্বাদ করিবেন।