পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাজাভিষেক পদ্ধতি । >&A দৈবজ্ঞ তখন তাহাকে নিম্নলিখিত প্রকারে অভিষেক করিবেন । পুরোহিত প্রথমে সেই রাজার মস্তকে “সহস্র শীর্ষ—” ইত্যাদি মন্ত্রের দ্বারা পৰ্ব্বত মূৰ্ত্তিক। প্রদান, পরে কর্ণপ্রদেশে বল্মীক মৃত্তিকা, ক্রমে গ্রীব, হৃদয়, হস্তদ্বয়, বাহুদ্বয়, পৃষ্ঠ, উদর, পাশ্ব, কটি, উরুদ্বয়, জানুদ্বয়, জংঘদ্বয়, পদদ্বয় এবং অবশেষে সৰ্ব্বাঙ্গে সেই সকল পূৰ্ব্বাস্থত মৃত্তিক মন্ত্রপূত করিয়া লেপন করাইবেন । এইরূপে মৃত্তিকামান সমাপ্ত হইলে সেই পূৰ্ব্ব-স্থাপিত কলসস্থ পঞ্চগব্যমিশ্রিত জলের দ্বারা স্নান করাইবেন । (ইহার মন্ত্ৰ ৬টা কিন্তু তাহ পরিত্যাগ করা গেল ) । অনন্তর রাজা সে আসন পরিত্যাগ করিয়৷ পূৰ্ব্বনিৰ্ম্মিত ভদ্রাসনে উপবিষ্ট হইবেন । এই ভদ্রাসন সুবর্ণ কিংবা রৌপ্য অথবা তাম কিংবা ক্ষীর কাষ্ট্রের দ্বারা নিৰ্ম্মিত হয় । মাগুলিক হইলে ভদ্রাসনটীর উচ্চতা একহস্ত এবং বিস্তারেও এক হস্ত । রাজা হইলে তাহা সপাদ হস্ত এবং মহারাজ হইলে ত{হ সদ্ধে হস্ত পরিমাণে নিৰ্ম্মিত হইয়া থাকে । * অভিষেচ্য রাজা ভদ্রাসনে বসিলে, পুরোহিত, পূৰ্ব্বদিকে দাড়াইয়া পূৰ্ব্ব স্থাপিত সেই ঘৃত কুম্ভের দ্বারা গুপ্তার দক্ষিণ ভাগে দাড়াইয়া অভিষেক করিবেন। পরে ক্ষত্ৰিয়া জাতীয় অমাত্য সেই পূৰ্ব্বসংস্থাপিত দুগ্ধপূর্ণ রৌপ্য কলসের দ্বারা তাহার অভিষেক করিবেন। অনন্তর বৈশুমত্য পশ্চিম দিকে দাড়াইয়া সেই দধিপূর্ণ তমিকলসের দ্বারা স্নান করাইবেন। পরে সামবেদী অমাত্য উত্তর দিকে অবস্থিতি করিয়া সেই মধুপুর্ণ মৃত্তিক কলসের দ্বারা অভিষেক করিবেন এবং তিনিই সেই কুশেদকপূর্ণ মৃৎকুম্ভের দ্বারা তাহাকে স্নান করাইবেন । ইহঁদের জন্তও স্বতন্ত্র স্বতন্ত্র মন্ত্রের উল্লেখ আছে, এক্ষণে তাহার কোন প্রয়োজন নাই বলিয় উদ্ধৃত করিলাম না। অতঃপর পুরোহিত সদস্তদিগকে “অগ্নিরক্ষার্থ যুয়ং অগ্নিং পরিরক্ষধ্বম্” এইরূপে নিযুক্ত করিয়া হোমকালে যাহাতে আহুতির উচ্ছিষ্ট নিক্ষেপ করা হইয়াছে, সেই সুবর্ণকলস লইয়া রাজস্বয় যজ্ঞোক্ত অভিষেক মন্ত্র উচ্চারণ পূৰ্ব্বক অভিষেক করিবেন । রাজস্থয় যজ্ঞের সময় যে সকল মন্ত্ৰ ঋক ও যজুৰ্ব্বেদোক্ত

  • ভদ্রাসন নিৰ্ম্মাণের বিধি দেবীপুরাণে বিশদরূপে লিখিত আছে।

হৈমঞ্চ রাজতং তাম্রং ক্ষীরিবৃক্ষময়ঞ্চ বা । ভদ্রাসনঞ্চ কৰ্ত্তবং সাৰ্দ্ধহস্তসমুচ্ছি তম্ ॥ সপাদহস্তমানঞ্চ রাজ্ঞে মাগুলিকান্তরৎ ।” ইত্যাদি । এতদ্বভিন্ন ঘরাহুসংহিতাগ্রন্থেও ইহার নিয়মাবলী প্রদর্শিত হইয়াছে।