পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&b" ভারত-রহস্ত । মন্ত্র উচ্চারিত হয় তাহ অনেকগুলি ; সুতরাং তাহার সকল না লিখিয়া দুই একটা মন্ত্র এস্থলে প্রদর্শনার্থ লিথিত হইল । SBBB B BBBBBBB BBBB BB BBB BB BBBBBB ক্ষত্রাণাং ক্ষত্রপতি রোধ্যতি হি ভু্যম হিংসীঃ । ইমং দেব অসপত্রং স্থবধবং মহতে ক্ষত্রায় মহতে জ্যৈষ্টীয় মহতে জানরাজায় ইন্দ্রস্তেন্দ্রিয়ায় ইমং অমুষ্যপুত্রং অমুষ্যৈ পুত্ৰমস্মৈ বিশ এষ বছোমীরাজ সোমোহস্মাকং ব্রাহ্মণীনাং রাজা।” ইত্যাদি। অনন্তর পুরোহিত অগ্নিকুণ্ডের নিকটে গমন করিবেন । অন্ত কোন বেদজ্ঞ ব্রাহ্মণ তখন সেই ভদ্রাসনোপবিষ্ট রাজাকে শতছিদ্র কুন্তে জলনিক্ষেপ পূৰ্ব্বক তস্থার তাছাকে স্নান করাইবেন । পরে মন্ত্রপূত করিয়া সৰ্ব্বৌষধি, গন্ধোদক, বীজ, পুষ্প, ফল, রত্ন ও কুশ সংস্থষ্ট জলের দ্বারা অভিষেক করিবেন । কোন কোন পুরোহিতেরা বলেন, যে, এই সময়ে কুশ, দুৰ্ব্ব ও পল্লবের দ্বার। সেই অভিষিক্ত রাজদেহ মার্জন করা কর্তব্য । অনস্তর কেবল এক ঋগ্বেদী ব্রাহ্মণ গোরোচনাযুক্ত গন্ধের দ্বারা রাজার মস্তক ও কণ্ঠ বিলিপ্ত করিবেন। এই সময়ে নিমন্ত্রিত প্রধান প্রধান ব্রাহ্মণ, ক্ষত্ৰিয় বৈশু, শূদ্র ও শঙ্কর জাতীয় প্রজাগণ গঙ্গা যমুন প্রভৃতি নদীর জল, সরোবর জল, কূপজল, চতুঃসমুদ্রের জল ও নিঝর জল ( যিনি যাহা প্রাপ্ত হন তিনি তদ্বারা ) কলসে লইয়। অভিষেক করিবেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্বের মন্ত্র উচ্চারণ করিবেন, শূদ্র ও সঙ্কর জাতীয় ব্যক্তির মন্ত্র পাঠ করিবেন না । এই সময়েই প্রধান অমাত্যেরা ত{হার সমীপে রাজছত্ৰ চামর ও বেত্ৰহস্ত হইয়া দাড়াইবেন । বাদ্যকরের বাদ্যধ্বনি করিবেন। বৈদিকেরা বেদগান ও স্তুতিপাঠকের স্তুতিপাঠ করিবেন। র্যাহার উপায়ন আনিয়াছেন তাহার এই সময়ে তাহা অৰ্পণ করিবেন। এই উৎসব সমাধা হইলে পর দৈবজ্ঞ সমস্ত কুস্তের অবশিষ্ট জল এক সুবর্ণ কুস্তে রক্ষা করিয়া কুশমুষ্টির দ্বার তাহ উৎক্ষিপ্ত করিয়া রাজার শিরঃপ্রদেশে অভিনিক্ষেপ করিবেন এবং ‘সুরাস্তামভিষিঞ্চস্তু” ইত্যাদি মন্ত্র পাঠ করিবেন। এই শেষ অভিষেক মন্ত্রের সংখ্যা ১৮• । সেই ১৮০টি মন্ত্র লিপিয়া প্রস্তাব বৃদ্ধি করিবার অবিশ্বক নাই । দৈবজ্ঞের অভিষেক শেষ হইলে রাজা সুগন্ধি তৈল ও সুগন্ধ উদ্বর্তন স্ত্রক্ষণ করিয়া সুপরিষ্কার; জলে স্নান করিয়া মস্তকে শ্বেত উধীষ, অঙ্গে শুভ্র পরিচ্ছদ ও হস্তে ধনুৰ্ব্বাণ কি কোন উত্তমাস্ত্র ধারণ পূর্বক আদর্শে ও ঘৃত পাত্রে আত্মপ্রতিবিস্ব দর্শন করিবেন। ঘূতপত্র সুবর্ণ দক্ষিণার সহিত ব্রাহ্মণকে দান করিয়া চন্দন,