পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\లి.8 ভারত-রহস্ত । আশ্বিন মাসের নবমী দিনে ঈশ্বরী চণ্ডী দেবীর ও গুরুর পূজা করা কর্তব্য এবং অস্ত্ৰ শস্ত্রাদি ও অশ্বাদির পরিচর্য্য করাও কৰ্ত্তব্য । সৈন্য বিভাগ । সেনাগণনার ও সেনাবিভাগের প্রণালীটী নীতিপ্র কাশিক নামক গ্রন্থে উত্তমরূপে বর্ণিত হইয়াছে । তাহাতে লিখিত আছে যে, সেন গণনার প্রথম প্রতীক পত্তি। তৎপরে সেনামুখ, গুল্ম, গণ, বাহিনী, পূতনা, চমু, অনীকিনী, তৎপরে অক্ষৌহিণী । এই সকল পরিভাষায় অর্থাৎ সঙ্কেতিক নামের অর্থ যথাক্রমে বর্ণিত আছে ; তাহ এক একটা করিয়া প্রদর্শিত হইতেছে। পত্তি । পত্তি সৈন্তের ও তাহদের পরিবারের অর্থাৎ রক্ষক সৈন্ত্যদিগের বিভাগ এইরূপ— - “একে রথে গজশ্চৈকে নরাঃ পঞ্চ হয়।স্বয়ঃ । যস্যাং স পত্তিরেতেষাং সহায়ান প্রক্ৰবেহুধুনা। ( বৈ, নীতি । ) ১ ব্লথ, ১ হস্তী, ৫ পদাতি, ৩ অশ্বারোহী, এই গুলি একত্রিত বা একযোগে থাকিলে পত্তি নামে কথিত হয় । ইহাদের সাহায্যকারী সৈন্তের কথা পশ্চাৎ . বলা যাইতেছে। সেনামুখ । “সেনামুখেতু গুণিতস্থিয়শ্চৈব রথা গজা । ত্রিংশত্রিলক্ষপদগান্ত্রিসহস্রং হি বাজিন: ॥” ( বৈ, নীতি । ) ৩০ রথী, ৩০ হস্তারোহী, ৩০ • • • • পদাতি ও ৩• • • অশ্বারোহী সৈন্তের সমবেতকে সেনামুখ বলিয়া গণ্য করা যায় । গুণন্ম | “গুন্মে নবরথা: প্রোক্ত নাগামাং নবতীং বিছ: { অশ্বানাং নবসাহস্ৰং নবলক্ষণঃ পদাতয়ঃ ॥ গুল্ম সৈন্তে ৯ রথী, ৯০ হস্তারোহী, ৯• • অশ্বারোহী, ৯• • • • • পদাতি সৈন্ত থাকিবেক ।