পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 88 ভারত-রহস্ত । শিথিলানি চ শস্ত্রাণি লুষ্ঠিতং শত্রুভিযুধি । স্বযোধানাং নৃপো দদ্যাৎ বেতনং পরিহাপ্য চ | যে যোদ্ধা শক্র রাজাকে বধ * করে, রাজা তাহাকে হৃষ্ট হইয়া নিযুত সংখ্যক বৰ্ব্ব প্রদান করিবেন। যুবরাজ বধ করিলে তাহার অৰ্দ্ধ এবং প্রধান সেনাপতি বধ করিলেও অদ্ধ পুরস্কার দান করা কর্তব্য । নীতিবিশারদ পণ্ডিতগণ বলিয়৷ থাকেন যে, অক্ষৌহিণীপতি বধ করিলে তাহার অদ্ধ, মন্ত্রী ও প্রধানামাত্য বধকারাদিগকে তদদ্ধ পুরস্কার দেওয়া কৰ্ত্তব্য। অনীকিনী, চমু, পূতনা, বাহিনী, গণ, গুল্ম, সেনামুখ ও পত্তি,–এই সকলের অধিপদিগকে বধ করিতে পারিলে যথাক্রমে অদ্ধান্ধ পারিতোষিক পাইবার যোগ্য হইবে । ইহা তাহাদিগের অতিরিক্ত লাভ, বেতনের সহিত ইহার কোন সম্পর্ক নাই। এবপ্রকার বেতনাধিক দান করিলে তাহার। অবশুই সাহস প্রকাশ করিবে, এতৎ কারণে রাজা উক্ত প্রকার পরিতোষিক দান করিবেন। অক্ষৌহিণী প্রভৃতি সৈন্তগণের তিনটা করিয়া অধিপ থাকে, ইহা পূৰ্ব্বেই বলা হইয়াছে । সেই পৃথক্ পৃথক সৈন্যদলের প্রধান অধিনায়কদিগকে বধ বন্ধনাদি করিলে পুরস্কার পাইবে, ইহাও পূৰ্ব্বে বলা হইয়াছে । এক্ষণে ইহাও বলা যাইতেছে যে, সেই সকল সৈন্যদলের দ্বিতীয় ও তৃতীয় অধিপতিদিগকে বধ কিংবা বন্ধনাদি করিতে পরিলে তাচারও সপম রাজার নিকট ষপযোগ্য পুরস্কার পাইবে । এই রূপ যে কোন অধিপতিকে বধ বন্ধনাদি করিতে পরিলেই পুরস্কার যোগ্য হইবে, ইহা রাজশাস্ত্রসন্মত ব্যবস্থা জানিবে । কোনু সৈন্ত অস্ত্র সমেত পলায়ন করিতেছে, এমত অবস্থায় যদি কেহ তাহাকে অস্ত্র সমেত ধুত করিয় তাহfর দলাধিপতির নিকট প্রদান করে, তবে রাজা সেই ধৃতকারী ব্যক্তিকে পাঁচ বৰ্ব্ব পারিতোষিক প্রদান করিবেন এবং বিশেষ সম্মান করিবেন। কোন সৈন্য অস্ত্র পরিত্যাগ পূর্বক কেবলমাত্র দেহ লইয়া পলায়ন করিলে যদি কেহ তাহাকে ধৃত করিয়া তদলাধিপতির নিকট প্রদান করে, তবে, রাজা তাহাকে তিন বৰ্ব্ব পারিতোষিক ? দান করিবেন। • বধ এই শব্দটা পরিভাষিক । “বধশ্চাষ্টবিধঃ স্মৃত: ” বন্ধন, তাড়ন, অধমাননা প্রভৃতি BB BBB BBB BBB BB geB BBBB BBB BBB S BBBB BB BB BBBS BBB প্রাণ বিনাশ অর্থ মনে হইবে বটে, পরস্তু এস্থলে সে অর্থ গ্রহণ ন করিয়া বন্ধনাদি অট প্রকার অর্থই গ্রহণ করিতে হুইবে ।