পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয়-যুদ্ধরহস্ত । ○8は যে ব্যক্তি সৈন্ত ভঙ্গকারী শত্রুপক্ষীয় বৃহৎ গজ, গজযোধী ও মহারথীর মস্তক চ্ছেদন করিয়া রাজার নিকট অর্পণ করে, সে ব্যক্তি রাজার নিকট দুই সহস্ৰ স্বর্ণ মুদ্র পুরস্কার পাইবার যোগ্য । শত্রুপক্ষীয় প্রধান অশ্বারোহী বিনাশ করিয়া এবং পদাতি সৈন্তের অধিপতি বধ করিয়া রাজার নিকট সহস্ৰ বৰ্ব্ব পুরস্কার পাইবার যোগ্য হয় । যে ব্যক্তি শত্রু সৈন্তের মধ্য হইতে যুদ্ধকুশল হস্তী কি কোন প্রধান রথ কড়িয়া মানে, সে ব্যক্তিও রাজার নিকট পঞ্চাশ বৰ্ব্ব পুরস্কার পায় । যত বার যুদ্ধযাত্রা হইবে, তাহার প্রত্যেক যুদ্ধযাত্রাতেই রাজা সৈন্ত ও ভৃত্যদিগকে ভক্ত অর্থাৎ আহারাচ্ছাদন স্বকীয় কোষ হইতে প্রদান করিবেন ; কিন্তু স্থিতিকালে অর্থাৎ যখন কোন কাৰ্য্য নাই, তখন তাহাদিগকে ভক্ত প্রদান করিবেন না, কেবল মাত্র বেতনই দিবেন (তাহারা তখন আপন আপন বেতনের দ্বারা আহার নিৰ্ব্বাহ করিবে ) । পথের ও গতিবিধি ক্লেশ বিবেচনা করিয়া বেতনাধিক ভক্ত অর্থাৎ নিজ কোষ হইতে আহারীয় ব্যয় প্রদান করিবেন। এইরূপ অন্তান্ত সাহসিক কাৰ্য্যেও বেতনাতিরিক্ত পৃথক প্রদান করা কর্তব্য এবং লোক সংগ্রহের নিমিত্ত রাজার পরিতোষিক দান করা কৰ্ত্তব্য। স্থিতিকালে যোদ্ধগণের বস্ত্র পরিচ্ছদ ও রজ কদিগের বেতন রাজার অধীনে থাকিবে, পরন্তু তাহার ব্যয় তাহদের নিজ নিজ প্রাপ্য বেতন হইতে কৰ্ত্তিত হইবে । কোন সৈন্ত যদি পীড়িত হয়, তবে তাহদের চিকিৎসা ও রাজার অধীনে থাকিবে, পরস্তু ঔষধের ব্যয় তাহার বেতন হইতে প্রদত্ত হইবে । পররাজ্য জয় হইলে, রাজা লুণ্ঠন দ্রব্য ও লুণ্ঠনলব্ধ ধন সকল দুই ভাগ করিবেন । তাহার একভাগ যোদ্ধাদিগকে এবং একভাগ ধনাগারে স্থাপন করিবেন। কোন সৈন্ত যদি সসজ্জ অশ্ব কিংবা অলঙ্কত রথ আহরণ করে, তবে সে তাহার চতুর্থাংশ এবং রাজার নিকট সম্মান প্রাপ্ত হইবে । যদি কোন সৈন্য আপনার অস্ত্র কিংবা শস্ত্র হারাইয়া ফেলে, অথবা তাহ শক্ৰ সৈন্তের দ্বারা লুষ্ঠিত হয় (অর্থাৎ শক্র পক্ষীয়ের যদি কাহারও অস্ত্র কাড়িয় লয় ) তবে রাজা তাহাকে পুনৰ্ব্বার অস্ত্র প্রদান করিবেন ; কিন্তু তাহার মুল্য তাহার বেতন হইতে পরিগৃহীত হইবে । বৃ্যহ । ধনুৰ্ব্বেদ ও যুদ্ধ-প্রসঙ্গে বৃহরচনার প্রণালী বর্ণন করা আবগুক হইতেছে। ఫి