পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$o ভারত-রহস্ত । তৰ্জ্জন্ত আগ্নেয় ধনুৰ্ব্বেদ, শুক্রনীতি, মহাভারত, নীতিময়ুখ ও কামন্দকীয় নীতিসার প্রভৃতি মহান নিবন্ধ হইতে এই ব্যুহ প্রস্তাব সঙ্কলিত হইল । যুদ্ধকালে ও অভিনির্যাণকালে যে হয়, হস্তী, রথ, ও পদাতিসৈন্যদিগকে বিশেষ বিশেষ প্রণালীক্রমে বিন্যস্ত করা হয় ( সাজান হয় ), সেই বিদ্যাস-পরিপাটর নাম বৃহ। এই বৃহে অসংখ্য প্রকার হইলেও প্রধান কল্পে ছয় প্রকার। নীতিময়ুখগ্রন্থকার প্রধানকল্পের ছয়ট বৃহ উল্লেখ করিয়া বলিয়াছেন যে, “যদ্যপ্যন্তে চ গরুড়দিয়ে বৃছিভেদেনোক্তাস্তথাপ্যেতেষামস্ত ভাবাৎ ষোঢ়ৈব বৃহভেদ জ্ঞেয়া।” যদিও গরুড় প্রভৃতি অন্তান্ত বহুবিধ বৃহে গ্রন্থাস্তরে কথিত হইস্বাছে, তথাপি সে সকল ব্যুহ এই ছয় প্রকারের মধ্যেই অন্তভূত হয়, সুতরাং ছয় প্রকার বৃহষ্ট প্রধান, অন্তান্ত বুহি ঐ ছয়প্রকারের শাখা প্রশাখা মাত্র। উক্ত গ্রন্থকার প্রধান ছয় প্রকার বৃহের নাম ও বিনিয়োগ ব্যবস্থা বর্ণন कद्रिश्नांtछ्न । यथा “বৃহস্তু মকর-শ্রেন-স্থচী-শকট-বজ্ৰ-সৰ্ব্বতোভদ্ৰভেদাৎ ষোঢ়া । তেষাং বিনিয়োগ উত্তেল মহাভারতে ॥” বৃহে ছয় প্রকার । মকর ( ১ ), শু্যেন ( ২ ), স্বচী (৩), শকট ( ৪ ), বজ্র { ৫ ), ও সৰ্ব্বত্তোভদ্র ( ৬ )। এই ছয় প্রকার ব্যুহের বিনিয়োগ অর্থাৎ কিরূপ স্থলে বা কিরূপ অবস্থায় কোন বৃষ্টি করিতে হয়, তাহার ব্যবস্থা মহাভারতে কথিত হইয়াছে। যথা— “ঘাষা হেন মহত মকরেণ পুরোভয়ে। শুেনেনোভয়পক্ষেণ স্বচ্য বুী ঘোরচক্রয় ॥ পশ্চাদ্ভয়ে তু শকটং পাশ্বয়োর্বজ্রসঙ্গিতম্। সৰ্ব্বতঃ সৰ্ব্বতোভদ্ৰং ভয়ে বৃহং প্রকল্পয়েৎ ” যে স্থানে সম্মুখে ভয়, সে স্থানে মকরবৃহ রচনা করিয়া গমন করিবেক ; অথবা শুেনৰ্বাহ কিংবা স্বচীৰ্বাহ অবলম্বন করিবেক। পশ্চাদ্ভাগে ভয়কারণ উপলব্ধ হইলে শকটব্যুহ এবং পার্শ্বদ্বয়ে বক্তবৃহি আশ্রয় করা কর্তব্য। আর যদি ভয়ের দিঙ নির্ণয় না থাকে, সকল দিকেই ভয়সম্ভাবনা থাকে, তাহা হইলে সৰ্ব্বতোভদ্রবুহু রচনা করিবেক । অগ্নিপুরাণোক্ত রণদীক্ষা প্রকরণে কতকগুলি বুহের উল্লেখ আছে। । । ६ं