পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

沙毗总 ভারত-স্নহস্ত । পৃথকৃভবনমল্লাল্পৈঃ পৰ্য্যায়ৈঃ পঙক্তিবেশনম্। শস্ত্রাস্ত্রয়োধারণঞ্চ সন্ধানং লক্ষ্যভেদনম্। মোক্ষণঞ্চ তথাস্ত্রাণাং শস্ত্রাণাং প্রতিঘাতনম্। দ্রাক্ সন্ধানং পুনঃ পাতো গ্রহোমোক্ষঃ পুনঃ পুনঃ । স্বগৃহনং প্রতীঘাতঃ শস্ত্রাস্ত্রপদবিক্রমৈঃ ॥ দ্বাভ্যং ত্রিভিশ্চতুর্ভিব পঙক্তিতোগমনং ততঃ। তথা প্রাগভবনং চাপসরণং তৃপসর্জনম্ ॥ অপস্থত্যাক্সসিদ্ধ্যর্থমুপস্থত্য বিমোক্ষণম্। প্রাগ্রভূত্ব মোচয়েদস্থং বহিস্থঃ সৈনিক: সদা । আসীনঃ স্ত।দ্বিমুক্তাস্ত্রঃ প্রাগ। চাপসরেৎ পুনঃ । প্রাগাসীনং তৃপহুতো দৃষ্টেশ্বাস্ত্ৰং বিমোচয়েৎ ” ব্যুহরচনার জন্ত বাদ্য অথবা ভাষার সঙ্কেত কল্পনা করিবেক । ( অমুক প্রকার বাদ্য বাদিত হইলে অমুক বৃহ হইবেক অথবা অমুকশব্দ উচ্চারিত হইলে অমুক বাহ করিতে হইবেক ইত্যাদি ) । সেই সাঙ্কেতিক বাদ্য অথবা সাঙ্কেতিক ভাষা কেবল স্বীয় সৈন্তেরাই জ্ঞাত থাকিবেক ; তাহ অন্ত কেহ জানিতে না পারে—এরূপ নিয়ম করিবেক । বুদ্ধিমান রাজা অথবা সেনানায়ক বহুবিধ বহিরচনা করিবেন। (উপযুক্ততাঅনুসারে । অশ্বসৈন্তের, হস্তিসৈন্তের ও পদাতসৈন্তের পৃথক পৃথক্ বা ভিন্ন ভিন্ন ব্যুহ নিৰ্ম্মাণ করিপেন । রাজা কিংবা রাজপ্রতিনিধি বহি-সঙ্কেত সকল উচ্চরনে শুনাইবেন । ব্যুহের বামভাগে, অথবা দক্ষিণভাগে, এবং ( সময় বিশেষে ) মধ্যস্থলে থাকিয়া এরূপ উচ্চরবে সাঙ্কেতিক শব্দ করিবেন, যেন বহিস্থ সমস্ত সৈনিকেই শুনিতে পায়। সৈনিকগণ সেই সেই সঙ্কেত ধ্বনি বা সাঙ্কেতিক ভাষা শুনিয়া শিক্ষাকালে যেরূপ উপদেশ পাইয়াছিলেন, ঠিকৃ সেইরূপ কাৰ্য্য করিবেন। সন্মিলন, প্রসরণ, প্রভ্রমণ, আকুঞ্চন, যান, প্রয়াণ, অপযান, পর্য্যায়ক্রমে সান্মুখ্য, সমুখান, লুণ্ঠন, অষ্টদলাকারে অবস্থান, অথবা চক্রাকারে বেষ্টন, স্বচীতুল্য, শকটাকার, অৰ্দ্ধচন্দ্রীকার, পৃথক্ ভবন, ( পঙক্তি ছাড়া হওয়া), অল্পে অল্পে ও পর্য্যায়ক্রমে পঙক্তিপ্রবেশ, ভিন্ন ভিন্ন প্রকারে অস্ত্রশস্ত্রাদির ধারণ, সন্ধান, লক্ষ্যভেদ, অস্ত্রক্ষেপ, শস্ত্রনিপাত, শীঘ্র সন্ধান, শীঘ্র অস্ত্রাদিগ্রহণ, শীঘ্র, অন্ত্রনিপাত, শীঘ্র অস্ত্রক্ষেপ, শীঘ্র আত্মরক্ষা অথবা আপনাকে লুক্কায়িত করা, অস্ত্রের স্বারা শস্ত্রের দ্বারা, অথবা