পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয়-যুদ্ধরহস্ত। ※敬> ভ্ৰাতৃ প্রভৃতি বীর ও অন্তরঙ্গ স্বজনগণের দ্বারা বেষ্টিত রাজপুরীর নাম বন্ধদুর্গ বন্ধুবান্ধব না থাকিলে বীর পুরুষের দ্বারা পরিবেষ্টিত রাজ পুরীকে সামান্ততঃ মনুষ্য দুর্গ বলিয়া উল্লেখ করা যায়। পরন্তু যে স্থলে বন্ধুদুর্গের সম্ভাবনা থাকে— সে স্থলে ইতর মনুষ্যদুর্গ করা কৰ্ত্তব্য নহে। অম্বুরাচার্য উশন স্বকৃত নীতিসার গ্রন্থে উল্লিখিত দুর্গ সমূহের পৃথক নাম ও লক্ষণ বর্ণনা করিয়াছেন। যথা— “ষষ্ঠং দুর্গপ্রকরণং প্রবক্ষ্যামি সমাসতঃ । পাতকণ্টকপাষাণৈ পথং জ্বৰ্গমৈরিণম্ ॥ পরিতস্থ মহ{থতং পারিখং দুর্গমেব তৎ। ইষ্টকোপলমৃদ্ভূিক্তিপ্রাকারং পরিধং স্মৃতম্ ॥ মহাকণ্টকরূক্ষেীঘৈৰ্ব্ব্যাপ্তং তদ্বনদুর্গমম্। জলাভাবস্থ পরিতে। ধন্বন্তর্গং প্রকীর্ভূিতম্ ॥ জলপ্পুর্গং স্মৃতং তজ জ্ঞৈ রাসমস্তাৎ মহাজলম্। সবারিপৃষ্ঠোচগুহং বিবিক্তে গিরিদুর্গমম্ ॥ অভেদ্যং বৃহবিদুভিৰ্য্যৎ ব্যাপ্তং তং সৈন্তভুর্গমম | সহায়দুর্গং তজজ্ঞেয়ং শূরামুকুলবন্ধিবম্ ॥” আমি তোমাদিগকে দুর্গনামক ষষ্ঠ প্রকরণ সংক্ষেপে বলি, শ্রবণ কর। খাত, কটক ও পাষাণাদির দ্বারা দুর্গম স্থানের নাম ঐরিণ দুর্গ। যাহার চতুর্দিকে মহাপাত, তাদৃশ দুর্গের নাম পারিখ দুর্গ। ইষ্টক, প্রস্তর ও মৃত্তিকার দ্বারা প্রাচীর দিলে তাহার নাম পারিঘ দুর্গ। মহাকণ্টকযুক্ত বৃক্ষের দ্বারা ( বেউড় লশ প্রভৃতির দ্বারা ) চতুর্দিক ব্যাপ্ত থাকিলে তাহা বনহুর্গ বা বৃক্ষদুর্গ। দুর্গের চতুর্দিকে অধিক দূর পর্যন্ত জলবর্জিত স্থান থাকিলে তাহ ধন্বন্ধুর্গ হইবে । চতুদিকে মহাজল ( বৃহৎ নদী কি সমুদ্র ), তন্মধ্যে দুর্গ, এরূপ হইলে তাহ জলদুন। মনুষ্যবাস বর্জিত সজল প্রদেশে অথবা পৰ্ব্বতপৃষ্ঠোপরি অত্যুচ্চ গৃহ সমূহকে গিরিদুর্গ বলা যায়। বৃহ- সৈন্তবিদ্যাস ) বেত্ত বীর সমূহে পরিব্যাপ্ত থাকিলে তাহাকে সৈন্তভুর্গ বলা যায়। বীর বন্ধু বান্ধব অমুকুল থাকিলে তাহ সহায় দুর্গ মাথ্যা প্রাপ্ত হয় । এই সকল দুর্গের মধ্যে গিরিদুর্গ ও সহায়দুর্গই শ্রেষ্ঠ। দুর্গের শ্রেষ্ঠত সম্বন্ধে মনু ও কামন্দক বলিয়াছেন যে,--”