পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sts; ভারত-রহস্ত । শূন্ত হইয়া অর্থাৎ অকাতরে যে ব্যক্তি মৃত হয়, সে বীর নিশ্চয়ই আমার নিকট আসিয়া পূজা প্রাপ্ত হয়। ৪ । চর-জীবের অচর জীবের অল্প অর্থাৎ ভোজ্য হয় । অদস্ত জীবের দস্তুর জীবের ভোগ্য হয়। হস্তবর্জিত জীব হস্তযুক্ত জীবের অন্ন হয়, আর কাতর ব্যক্তিরাই শুর পুরুষের অন্ন অর্থাৎ ভোগ্য হইয়া থাকে । ৫ । ভীরু ব্যক্তির পৃষ্ঠ, উদর, হস্ত ও পদ থাকিতেও শূর পুরুষের পশ্চাৎ পশ্চাৎ গমন করে (ভয়ে তাহার অনুগত হয়, ভয়ে কাতর হইয় তাহারা বার বার প্রণাম করতঃ কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান থাকিয়া শূরের উপাসনায় নিযুক্ত থাকে । (কি আশ্চৰ্য্য ! ইহাদেরও হস্ত ও পদাদি অাছে অথচ তাহার হস্তপদাদির কাৰ্য্য বিষয়ে অক্ষম ) । এইরূপ অনেক উত্তেজক বাক্য আছে, তৎসমুদায় একত্রিত করিতে গেলে একখানি বিস্তীর্ণ গ্রন্থ হইয় পড়ে । সুতরাং আমরা এই স্থানেই প্রস্তাব শেষ করিলাম।