পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । ** বর্ণনুনস্যাৰ্দ্ধং তেজোহীনস্য মূল্যমষ্টাংশঃ। অল্পগুণে বহুদোষো মূল্যাৎ প্রাপ্নোতি বিংশাংশম্ ॥ আধুম্রং ব্রণবহুলং স্বল্পগুণং চাপুয়াং দ্বিশতভাগম। ইতি পদ্মরাগমূল্যং পূৰ্ব্বাচর্য্যৈ: সমুদষ্টম।” পল পরিমাণ একটি পদ্মপাগ মণির মূল্য ২৬• • • ( কার্ষপণ ) । ৩ কর্ষ পরিমণি হইলে ২• • • • । অৰ্দ্ধপল পরিমাণ হইলে ১২• • • । ১ কর্ষ পরিমাণ হইলে ৬• • • । ওজনে ৮ মাষা হইলে ৩• • • । ৪ মাষা ওজনে হইলে ১০০৩ । ২ মাষা ৫০০ । এই ওজন ও মূল্য নির্দিষ্ট হইল বটে ; কিন্তু উহাদের অন্তরাল অর্থাৎ মধ্যবৰ্ত্তী দশা দেখিয়া মূল্যের নুনাধিক কল্পনা করিবেক । ওজনের ও গুণের আধিক্য দৃষ্ট হইলে মূল্যের আধিক্য এবং অল্পত দৃষ্ট হইলে মূলেরও অল্পত ( ভাগহারক্রমে ) কল্পনা করিবেক । পরন্তু বিশেষ ব্যবস্থা এই যে, বর্ণের বা tয়ার নুন্নতা দৃষ্ট হইলে সাধারণ মূল্যের অদ্ধাংশ এবং তেজোহীন দৃষ্ট হইলে ৮ ভাগের এক ভাগ প্রদান করিবেক । অল্প গুণ দোষ অনেক, এরূপ হইলে নির্দিষ্ট মূল্যের ২০ অংশ প্রাপ্ত হইবেক । অল্প ধূম্ৰবৰ্ণ ও ব্রণবহুল ও অতাল্প গুণযুক্ত হইলে তাহার মূল্য নির্দিষ্ট মূল্যের দশভাগের এক ভাগ স্থির করিবেক। পূৰ্ব্বচার্য্যের পদ্মরাগ মণির এইরূপ মুল্যই অবধারিত করিয়া গিয়াছেন । কিন্তু মহর্ষি শুক্রাচার্য্য বলিয়াছেন যে,— “রাজদেষ্টাচ্চ রত্নানাং মূল্যং হীনাধিকং ভবেৎ।” রাজাদিগের দোষে রত্ন সকলের মূল্যের নুনাধিক ঘটনা হইয়া থাকে। বৈদূৰ্য্য। এই বৈদূৰ্য্য মণি মঙ্গরত্ন বলিয়া গণ্য। কেহ কেহ বলেন যে, বিদূব দেশীয় পৰ্ব্বতে উৎপন্ন হয় বলিয়া ইহার “বৈদূৰ্য্য” নাম হইয়াছে * । এই মণি অতি

  • "বিদূরে ভধ বৈদগ্ধা" এই বাৎপত্তি অনুসারে কেহ কেহ বলিয়া থাকেন যে, এই মণি বিদুর নামক দেশে আগব বিদূর নামক পৰ্ব্বতে উৎপন্ন হয়। আবার কেহ বলেন যে বিদূর নামক দেশ কিংবা বিদূর নামক পৰ্ব্বত, কি তদেশীয় পৰ্ব্বতের কোন বিষ্পষ্ট বিবরণ কোন সংস্কৃত গ্রন্থে পাওয়া যায় না ; কেবল জটাধর বিদূরাত্রিশদের উল্লেখ করিয়াছেন ; কিন্তু তাহার টীকাকার

ఫిలిd: