পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** 8 प्रङ्ग-ब्रङ्छ । “নায়সোল্লিখ্যতে রত্নং বিনা মৌক্তিকবিক্ৰমাৎ " মুক্ত ও বিক্রম ব্যতীত অন্তান্ত রত্নে লৌহশলাকার দ্বারা অচোড় পাড়া যায় না। অতএব উহার উল্লেখন বা কষ্টিতে নিকষণরূপ পরীক্ষা নাই। না থাকাই স্বসঙ্গত ; যেহেতু বিক্রমে কৃত্রিম অকৃত্রিম সন্দেহ করিবার সম্ভাবনা নাই। তবে ইহার ভাল মন পরীক্ষা আছে বটে ; পরস্তু তাহ বর্ণ ও গুণের দ্বারাই হইয়া থাকে। বর্ণ। প্রবালের বর্ণপরীক্ষীসম্বন্ধে শুক্রনীতিতে উক্ত হইয়াছে যে,-- “সপীত রক্তরুক ভৌমপ্ৰিয়ং বিক্রমমুত্তমম্।” অল্প পীতমিশ্রিত রক্তকান্তি বিক্রমই উত্তম এবং তাহাই মঙ্গলগ্রহের প্রিয়। এতদ্ভিন্ন গরুড়পুরাণে ইহার বর্ণাদি বিশেষরূপে উক্ত হইয়াছে। যথা,— “তত্র প্রধানং শশলোহিতাভং গুঞ্জ জবা পুষ্পনিভং প্রদিষ্টম্।” “জব বন্ধক ধিন্দুর দাড়িমীকুসুমপ্ৰভম্।” “পলাশ কুসুমাভাসং তথা পাটলসন্নিভম্।” "রক্তোৎপলদলাকারং—” যে সকল প্রবালের বর্ণ শশকের রক্তের ন্যায়, সে সকল প্রবাল প্রথম শ্রেণীর অর্থাৎ প্রধান। যাহা গুঞ্জ অর্থাৎ কুঁচ, বাধুলিফুল, সিন্দুর, অথবা দাড়িম্ব ফুলের বর্ণের দ্যায়, তাহার ২য় শ্রেণীর প্রবাল । যাহা পলাশ পুষ্প, কি পাটল পুষ্পের ন্তায় বর্ণবিশিষ্ট তাহার ৩য় শ্রেণীর বিক্ৰম । যে সকল প্রবাল কোকনদ-দলের রঙ, ধারণ করে-তাহ ৪র্থ শ্রেণীর প্রবাল অর্থাৎ সৰ্ব্বাপেক্ষা হীন । અtષ્ઠિ ૭ જુન | “প্রসন্নং কোমলং স্নিগ্ধং মুরাগং বিক্রমং হি তৎ । ধনধান্তকরং লোকে বিষাৰ্বিভয়নশনম্।” প্রসন্ন অর্থাৎ পরিষ্কার কাস্তিযুক্ত, কোমল অর্থাৎ স্থখবেধ্য,স্নিগ্ধ অর্থাৎ দেখিতে ঘৃত তৈলাদি স্ৰক্ষিতের স্তায়, সুরাগ অর্থাৎ মনোজ্ঞ রঙ। এইরূপ গুণবিশিষ্ট বিক্রমই সৰ্ব্বোৎকৃষ্ট এবং ইহা ধারণ করিলে ধনধান্তাদি বৃদ্ধি হয় এবং বিষভয় नटे श्छ । -

  • १२