পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्रध्न-द्रश्ॐ { xt צלל মানসোল্লাস গ্রন্থকারের মতে রত্বের মূল্যের অবধারণা হইতে পারে না । তিনি বলেন যে, মূল্যের একটা সামান্যাকারে ব্যবস্থা আছে মাত্র। নচেৎ,— , "নিজবর্ণসমুৎকর্ষাৎ কান্তিমস্থাৎ মহাখত।” বর্ণের উৎকর্ষ, কাস্তির আধিক্য ও মনোহারিত্ব অধিক হইলে সকল রক্সেরই অধিক মূল্য হইতে পারে। মরকত মণি । উজ্জল হরিদ্বর্ণ মণি-বিশেষের নাম “ মরকত ”। আধুনিক জহরীরা ইহাকে *পান্না’ নামে অভিহিত করিয়া থাকেন । অমরসিংহের অভিধান গ্রন্থে ইহার “গারুত্মত,” “অশ্বগৰ্ড,” “হরিন্মণি” এই তিনটি নাম দৃষ্ট হয়। শঙ্করত্নাবলী প্রভৃতি অন্যান্য কোযগ্রন্থেও "মরকত,” “রাজনীল” “গরুড়াঙ্কিত,” “রোহিণেয়," “সোপর্ণ” “গরুড়োদগীর্ণ,” “বুধরত্ন,” “গরুড়,” “পাচি,” প্রভৃতি নাম আছে। বৃহৎসংহিতা, অগ্নিপুরাণ, গরুড়পুরাণ, শুক্রনীতি, মানসোল্লাস, রাজনির্ঘণ্ট, যুক্তিকল্পতর, অগস্তিমত ও মণিপরীক্ষা প্রভৃতি পুরাতন গ্রন্থনিচয়ে এই রত্নের বর্ণ, ছায়া, গুণ, দোঘ, পরীক্ষা ও মূল্যাদি নির্ণীত আছে । বর্ণ ও লক্ষণ । “শুকবংশপত্ৰকদলীশিরীষ কুসুমপ্রভং গুণোপেতম্। সুরপিতৃকাৰ্য্যে মরক্তমতীব শুভদং নৃণাং বিধৃতম্।” বৃহৎসংহিত । শুকপক্ষীর পক্ষ, বংশপত্র ( বঁাশের পাতা ), কদলীপত্র ও শিরীষপুষ্পের ন্যায় বর্ণবিশিষ্ট, প্রভাশালী ও গুণযুক্ত মরকত মণি ধারণ করিলে, অত্যন্ত শুভ হয়। “ময়ূরচাষপত্রাভ পচিবুধহিত হরিৎ ।” - Á শুক্রনীতি । ময়ূর ও নীলকণ্ঠ পক্ষীর পক্ষের ন্যায় আভাযুক্ত, হরিদ্বর্ণের মরকত মণি বুৎগ্রহের প্রতিজনক। “শুকপক্ষনিভঃ স্নিগ্ধঃ কাস্তিমান বিমলস্তথা। স্বণচূর্ণনিভৈঃ স্বস্মৈর্মরক্তশ্চৈব বিন্দুভি ৷” ५ অগ্নিপুরাণ। · Poፃል