পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$శీe রত্ন-রহস্ত । অর্থাৎ তিন প্রকার ফুট পাল্লা আছে। পণ্ডিতেরা তাহ বর্ণ ও যোগক্রমে পরীক্ষা यद्विश्वं क्षi८मि ।

  • ক্ষৌমেণ বাসস ঘৃষ্ট দীপ্তিং ত্যজতি পুত্রিকা । লাঘবেনেব কাচস্ত শক্য কৰ্ত্তং বিস্তাবনা । কস্যচিদনেকক্কপৈমরকতমমুগচ্ছতোহুপি গুণবর্ণৈ । ভল্লাতন্ত নির্ণের্তুর্বৈশস্তমুপৈতি বর্ণস্য ।” ক্ষৌমবস্ত্রদ্বার ঘর্ষণ করিলে পুত্রিকা নামক বিজাত মরকতের দীপ্তি লোণ হইয়া যায়। লঘুতর অর্থাৎ ওজন দ্বারা কাচ নামক বিজাত মণি জানা যায় । অনেকবিধ গুণবর্ণ-বিশিষ্ট মরকতের সঙ্গে অনুগত করিয়া বর্ণের বৈশস্ত নির্ণর করিয়া দেখিলে ভরত নামক বৈজাত্যও নির্ণয় করা যায় । এতদ্ভিন্ন উৰ্দ্ধগামিনী প্রভার দ্বারা অন্তান্ত প্রকার বৈজাত্য জানা যায়। ইহা পূৰ্ব্বে বলা হইয়াছে।

মূল্য । “তুলয়া পদ্মরাগন্ত যন্ম ল্যমুপজায়তে। লভ্যতেইভ্যধিকং তস্মাৎ গুণৈর্মরকতং স্মৃতম্ ॥ রত্নশাস্ত্রে এরূপ উক্ত হইয়াছে যে, একটি মরকত মণি যদি ওজনে তত্ত্ব লাকার পদ্মরাগের সমান হয়, তাহা হইলে সেই পদ্মরাগ অপেক্ষা মরকত মণিটর মূল্য অধিক হইবে। “যথাচ পদ্মরাগাণাং দোষৈমূল্যং প্রহীয়তে । ততোহস্মিন্নপি স হানিদোষমরিকতে ভবেৎ।” যে সকল দোষে পদ্মরাগ মণির মূল্যের অরত হয়, মরকত মণিতেও সেই সকল দোষে মূল্যহানির কল্পনা করা হইয়া থাকে। “গুণপিওসমাযুক্তে হরিতগুiমভাস্বরে । মূল্যং দ্বাদশকং প্রোক্তং জাতিভেদেন স্থরিভিঃ ॥ যবৈকেন শতং পঞ্চ সহস্ৰং দ্বিতয়ে যবে । ত্রিভিশ্চৈব সহস্ৰে দ্বে চতুর্ভিশ্চ চতুগুণম্ ॥” পণ্ডিতেরা সমূহগুণশালী হরিত বা গুমিভাস্বর মরকতমণির জাতিক্রমে মূল্যাৰধারণ করিয়া থাকেন । ১ ঘৰে ৫••, ২ ঘবে و هم ه چپ همت و « ه ه دا s হবে তাছার চতুগুণ । - ফল কথা এই যে, পদ্মরাগ অপেক্ষা মরকতের মূল্যাধিক্য কল্পনা করা হয় «νίν