পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । め戦巻。 বটে ; কিন্তু কত আধিক্য তাহার কোন নির্দিষ্ট নিয়ম নাই। রমণীয়তা ও হলভ্যতা অনুসারেই মূল্যের আধিক্য ঘটনা হইয় থাকে, এই পৰ্য্যন্ত নির্ণয় আছে। ইন্দ্রনীল । ইন্দ্রনীল ও নীলকান্তমণি এক বস্তু; আধুনিক জহরিরা ইহাকে “নীলম্” g SBBS BBB BBBD S SDBB SBBBBS SBBBSS SBBBBBS “তৃণগ্রাহী” “মহনীল” “নীল” প্রভৃতি অনেকগুলি সংস্কৃত নাম আছে। শুক্রনীতির মতে ইহা মধ্যম শ্রেণীর রত্ন, শনিগ্রহের প্রিয় এবং নিবিড়-নব-মেথ প্রভার ন্যায় প্রভাযুক্ত। যথা— “ছিতঃ শনেরিন্দ্রনীলোহসিতে ঘনমেঘরুক । ইন্দ্রনীলং পুষ্পরাগবৈদুৰ্য্যং মধ্যমং স্মৃতম্।” মানসোল্লাস গ্রন্থে ইহার বর্ণ, ছায়া ও উৎপত্তি-স্থান নির্ণীত হইয়াছে যথা— “অতসীপুষ্পসংকাশমিন্দ্রনীলং প্রভাযুতম্। রোহিণাদ্রিসমুদ্ভুতং তৃণগ্রাহি মনোহরম্ ॥” এতদ্ভিন্ন অগস্ত্যমুনি-কৃত মণি-পরীক্ষা ও গরুড়পুরাণে ইহার বিশেষ বৃত্তান্ত পাওয়া যায়। অগস্তিমতের মণি-পরীক্ষায় লিথিত আছে যে, “সিংহলে ও কলিঙ্গদেশে এই মণি উৎপন্ন হয়।” যথা— “বিষয়ে সিংহলে চৈব গঙ্গাতুল্য মহানদী । তীরদ্বয়ে চ তন্মধ্যে বিক্ষিপ্তে নয়নে যথা ॥ ঈশ্বন্মাত্রে পৃথক স্থানে কালিঙ্গবিষয়ে তথ। । পতিতে লোচনে ষত্র তত্র জাত মহাকরাঃ ॥” সিংহল দেশের মধ্যে গঙ্গার ন্যায় এক মহানদী আছে । তাছার উভয় কুলে সেই মহাদানলের নেত্রদ্বয় পতিত হইয়াছিল এবং তাঁহার কিয়দংশ কলিঙ্গদেশের ভিন্ন ভিন্ন স্থানেও নিক্ষিপ্ত হইয়াছিল। ফলতঃ তাহার নেত্র যেখানে যেখানে পতিত হইয়াছিল সেই সেই স্থানেই ইজনীলমণির মহাকর সকল উৎপন্ন হইয়াছে। তন্মধ্যে প্রভেদ এই যে, যাহা সিংহলোৎপন্ন, তাহার নাম মহানীল । অগস্তিমতের মণিপরীক্ষা পুস্তকখানি আমরা স্বতন্ত্র মুদ্রিত করিয়া পাঠক 象锣剑