পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्लु-ब्रट्छ । $ጳ¢ যস্ত বর্ণন্ত ভূয়স্তাৎ ক্ষীরে শতগুণে স্থিতঃ। নীলতাং তন্নয়েৎ সৰ্ব্বং মহানীল: স উচ্যতে ॥” যে ইন্দ্ৰনীল অল্প তাম্রবর্ণধারণ করে, তাহ এবং করবীর ও উৎপল, এই হই তাম্রাভ ইশ্রনীল রাখিবার যোগ্য। যে ইজনীলের অভ্যন্তরে রামধনুর স্তায় আভা বিশ্বরিত হয়, সে ইজনীল মহামূল্য ও দুর্লভ। প্রচুর-বর্ণশালী নীলমণি যদি আপন অপেক্ষ শতগুণ দুগ্ধে স্থিত হয় আর সে নিজের বর্ণাঢ্যতাহেতু সেই সমুদায় দুগ্ধকে নীলরঙে রঞ্জিত করে তবে তাহা মহানীল নামে উক্ত হয়। অগ্নিপুরাণেও ঠিক এইরূপ উল্লেখ আছে। যথা— “ইন্দ্রনীলং শুভং ক্ষীরে রাজতে ভ্রাজতেইধিকম্। রঞ্জয়েৎ স্বপ্রভাবেণ তমমূল্যং বিনির্দিশেৎ ॥” যে সুশোভন ইন্দ্ৰনীল রজতপাত্রস্থ হন্ধে স্থাপিত করিলে অধিকতর কাভিমান হয় এবং সেই পত্রিস্থ দুগ্ধকে আপনার স্কায় বর্ণে অনুরঞ্জিত করে, সেই ইন্দ্রনীল মণি অতিস্থলভ ও অমূল্য বলিয়। বর্ণনা করিবে । মূল্য । “যৎ পদ্মরাগস্ত মহাগুণস্ত মুল্যং ভবেন্মাষসমুশ্রিতন্ত । তদিন্দ্ৰনীলস্য মহাগুণন্ত সুবর্ণসংখ্যা তুলিতস্ত মূল্যম্।।” ওজনে এক মাষা পরিমিত মহাগুণ পদ্মরাগ মণির যে পরিমিত সুবর্ণ মুল্য উক্ত হইয়াছে—মহাগুণ ইন্দ্রনীল মণিতেও সেই মূল্য প্রদান করিবে । এ বিষয়ে শুক্রনীতিগ্রন্থের মত এইরূপ-- “রক্তিমাত্ৰঃ পুষ্পরাগোনীলঃ স্বৰ্ণাৰ্দ্ধমহঁতঃ ” এক রতি ওজনের পুষ্পরাগ ও নীলকান্তমণি এক সুবর্ণের অৰ্দ্ধ মূল্য পাইবার ৰোগ্য । অবশেষে বলিয়াছেন যে, মনোহারিতা ও হলভিতা অনুসারে ইছার মূল্য ঐচ্ছিক অর্থাৎ ক্রেতার ও বিক্রেতার ইচ্ছা অনুসারে অধিক ও অল্প হইতে পারে। কর্কেতন-মণি । আধুনিক জহরীর ইহাকে "কর্কেতকৃ” শৰে উচ্চারণ করিয়া থাকে। সমস্ত প্রাচীন রত্নশাস্ত্রে ইহার উল্লেখ আছে ; পরস্তু গরুড়পুরাণে ইহার আকার, দোষ, গুণ, পরীক্ষা ও মূল্যাদির বর্ণনা আছে। যথা— ২৯৩