পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । $ to: রবিমণ্ডল – “বৃত্তাকারৈ বিনিবিষ্টঃ কুলিশেরপি বেষ্টিতম্। মধ্যে চ মণিন যুক্তং রবিমণ্ডলমৗরিতম্।” গোলাকার, চারিদিকে হীরকখণ্ডে খচিত, মধ্যভাগে মণি,—এরূপ অঙ্গুরীয়ের নাম রবিমণ্ডল । سس يَ )ة tرRة}ة “ঋজায়তচতুষ্কোণক্রমোন্নতনিবেশিভি: | বজমধ্যগমাণিক্যং নন্যাবৰ্ত্তাজুলীয়কম্।।” সরল দীর্ঘ অথচ ক্রমোন্নত,—এরূপ চতুষ্কোণাকার গঠনের মধ্যে বৃহৎ হীরক বা বৃহন্মাণিক্য থাকিলে তাহ নন্দ্যাবৰ্ত্ত নামে খ্যাত হয় । নবগ্রহ বা নবরত্ন ।-- “মাণিক্যেন সুরঙ্গেণ মৌক্তিকেন সুশোভিন । প্রবালেনাপি রমেjণ তথা মরকতেন চ | পুষ্পর গেণ বত্রেণ নীলেন পরিশোভিন । গোমেদকেন রত্বেন বৈদূর্যেণাভিনিৰ্ম্মিতম্। রত্বৈনবগ্রহচ্ছায়ৈনবভিঃ পরিকল্পিতম্। নবগ্রহমিতি খ্যাতমঙ্গুলীয়কমুত্তমম্।” সুরগি মাণিক্য, সুন্দর মুক্ত, রমণীয় প্রবাল, সুন্দর মরকত, শোভান্বিত পুষ্পরাগ, উত্তম হীরক, শ্রেষ্ঠ ইন্দ্রনীল ও উৎকৃষ্ট বৈদুৰ্য্য,—নবগ্রহের এই নবরত্নের দ্বারা মনোহররূপে নিৰ্ম্মিত অঙ্গুরীয়ক নবগ্রহ নামে খ্যাত । এই অঙ্গুরীয়ক অতি উত্তম । ( এরূপ অঙ্গুরী অদ্যাপি দৃষ্ট হয় । ) বজ্ৰবেষ্টিত – “অঙ্গুলীবেষ্টকং বঞ্জৈৰ্ব্বেষ্টিতং বঞ্জবেষ্টিতম্ ॥ অন্তরত্নৈশ্চ যন্তের তদ্বদ্বেষ্টকমুচ্যতে ॥ হীরকের বেষ্টিত বেষ্টক ( বেড় ) বঞ্জবেষ্টক এবং অন্ত রত্বের দ্বারা বেষ্টিত বা বেড় হইলে সেই সেই রত্বের নামান্নুরূপ বেষ্টত নাম প্রাপ্ত হইবে। অর্থাৎ মুক্তবেষ্টিত, পদ্মরাগ-বেষ্টিত ইত্যাদি। ত্রিহীরক ।-- “হীরয়োরুভয়োম্মধ্যে কীলিতং হীরমুত্তমম্। ত্রিহীরকমিতি খ্যাতমঙ্গুলীয়কমুত্তমম্।” ৩২৩