পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্যজাতির যুদ্ধাস্ত্র। ఫిన ইহার কার্য্য পঞ্চবিধ যথা “গ্রন্থনং ভ্রামণং চৈব ক্ষেপণং পরিবর্তনম্। দলনঞ্চেতি পঞ্চৈব গতয়শ্চক্রসংশ্রিতাঃ ॥” গ্রন্থন, ভ্রমণ অর্থাৎ ঘুরাণ, ক্ষেপণ, কৰ্ত্তন ও দলিত করণ। চক্রের এই পঞ্চবিধ কাৰ্য্য আছে । আগ্নেয়-ধমুৰ্ব্বেদে এতৎ সম্বন্ধে এইরূপ লিখিত আছে । যথা— “ছেদনং ভেদনং পাতোভ্রামণং শমনস্তথা । বিকৰ্ত্তনং কৰ্ত্তনঞ্চ চক্রকৰ্ম্মেদমেব চ।” চক্রের কার্য্য ছেদন, ভেদকরণ, নিপাতন, ভ্রামণ, শমন বা শায়ন অর্থাৎ শায়িত করা, বিকৰ্ত্তন ও কৰ্ত্তন। দণ্ডকণ্টক-ইহার গঠন সম্বন্ধে এইরূপ বর্ণনা আছে। যথা— “দওকণ্টকনামাতু লৌহকণ্টকদেহবান। অগ্ৰে পৃথুঃ স্বহ্মপুচ্ছ-শ্চাঙ্গারসন্নিভাক্কতিঃ ॥ বাহন্নতঃ সুৎসরুশ্চ দণ্ডাকারোগ্রলোচনঃ। পাতনং গ্রন্থনং চেতি দ্ধে গর্তী দণ্ডকণ্টকে ৷” অর্থাৎ ইহার কায়া বা শরীর দণ্ডাকার, তাহার সর্বাঙ্গে লৌহের র্কাট, আগা মোট ও গোড় সরু । বাহুপরিমাণ লম্বা, ধরিবার মুষ্টি অতি সুন্দর, এবং বর্ণ অজারতুল্য কৃষ্ণবর্ণ। ইহার নিক্ষেপ ও গ্রন্থন অর্থাৎ গাঁথিয় ফেল, এই দুই কাৰ্য্য আছে । ভুমুগুী—এই অস্ত্রের আকার প্রকার ও কাৰ্য্য এইরূপ— “ভূস্বতী তু বৃহগ্রন্থি বৃহদেহ মুসৎসরঃ ॥ বাহুত্ৰয়সমুৎসেধঃ কৃষ্ণসপোগ্রবর্ণবান। পাতনং ঘুর্ণনঞ্চেতি দ্ধে গর্তী তৎসমাশ্রিতে।” অর্থাৎ ইহা বাছত্রয় পরিমাণ লম্ব, বড় বড় গ্রন্থি অর্থাৎ গাট আছে, স্থূলকায়, মুষ্টিদেশ উত্তম এবং ইহার বর্ণ কৃষ্ণসপের স্তায় উগ্রদর্শন। পাতন ও ঘূর্ণন এই গতিদ্বয় ইহার অতুগত ৷ এ পর্য্যস্ত ষে কয়েকটি অস্ত্রের কথা বলা হইল, এ সমস্তই মুক্তাস্ত্র অর্থাৎ এ সমস্তই ফেলিয়া বা ছড়িয়া মারিতে হয়। যাহা অমুক্ত অর্থাৎ যাহা ফেলিয়া বা ছুড়িয়া মারিতে হয় না,-সেই সকল অমুক্ত অস্ত্রের বর্ণনা এক্ষণে শ্রবণ করুন অযুক্ত অস্ত্রের মধ্যে বজই সৰ্ব্বপ্রধান। বজ্ৰ কি ? তাহা উত্তমরূপ যুগ্ম স্থায় না,