পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুদ্ধদেব । وھا۔ রাজা বিম্বিসার তৎপদে প্রতিষ্ঠিত হন । এই সময়ে ভগবান শাক্যলিts as হইয়া মগধে ভ্রমণ করিয়াছিলেন, ইহা আমরা মহাবস্তু প্রভৃতি বৌদ্ধ : দেখিতে পাই । এই সকল অনুসন্ধানলব্ধ প্রমাণের দ্বারা যাহা উপলব্ধি হয়, তাহাতে বুদ্ধ দেবকে কোনও প্রকারে খৃঃ পূঃ ৫• বৎসরের অব্যবহিত পূৰ্ব্ববৰ্ত্তী বলিছে পারা যায় না। উহার অধিক পূর্বে তিনি ভূমণ্ডলে অবতীর্ণ হইয়াছিলেন , ইহাই স্থির হয় । শাক্যবংশেৰ উৎপত্তি ও শাক্য নামের কারণ । প্রসিদ্ধি আছে, বুদ্ধদেব শাক্য নামক রাজকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন ; সেই নিমিত্ত র্ত হার শাক্যসিংহ ও শাক্যমুনি এই দুই পৃথক নাম প্রচারিত মাছে। শাক্যবংশের উৎপত্তি ও তাহার ইতিহাস অতীব অদ্ভুত ৷ বৌদ্ধদিগের প্রধান প্রধান গ্রন্থে এই বংশের উৎপত্তি ও ইতিহাস বর্ণিত আছে । বৌদ্ধের যেরূপ বলে, তাহাতে স্থির হয়, শাক্যবংশ কোন এক পৃথক বংশ নহে ; আমাদিগের পৌরাণিক স্বৰ্য্যবংশের একটি পৃথক শাখ মাত্র । স্বৰ্য্যবংশীয় ইক্ষাকু রাজা যে বংশের স্বষ্টি করিয়াছিলেন, সেই বংশের এক ধারা হইতে শাকবংশের উৎপত্তি হইয়াছিল। একখানি প্রাচীন বৌদ্ধ গ্রন্থে লিখিত আছে, ইক্ষ,াকু বংশীয় মুজাত নামক রাজার পুত্রের কোন এক কারণে নিৰ্ব্বলিত হইয়া “শাক্য” এই অভিধা প্রাপ্ত হইয়াছিল। বৌদ্ধদিগের “মহাবস্তু অবদানং’ নামে x এক বিস্তীর্ণ গ্রন্থ আছে। এই গ্রন্থে ‘রাজবংশের আদি এতন্নামক অধ্যায়ের মধ্যভাগে শাক্যবংশের উৎপত্তি ও ইতিহাস এইরূপে বর্ণিত হইয়াছে। + “পূৰ্ব্বে অধেtধ্য মহানগরে মুজাত নামে এক ইক্ষ কুবংশীয় মহা রাজা ছিলেন। এই ইক্ষাকু রাজা মুজাতের ( বা সঞ্জাতের ) পাচ পুত্র ও পাচ কন্ত হইয়াছিল। পুত্ৰগণের নাম গুপুর, নিপুর, করকওক, উল্কামুখ ও হস্তিক শীর্ষ । কণ্ঠ পাচDBD DDD BBSBBBS BBBBS BBBS gBB S BBBBS SSBBB SBBS

  • গ্রন্থ খানি বহুপুরাতন ও সমধিক মান্য ফরাশীশ পণ্ডিত সিনট ৯২. সম্বং অব্দের একখানি হস্ত লিখিত পুস্তক অবলম্বন করিয়া ইহার মুদ্রণ কাৰ্য্য সমাধা করিয়াছিলেন । তাছা দেখিয়া অনুমান হয় যে, এই গ্রন্থ বহুপুরাতন । আমাদের বিবেচনায় মহাবস্তু গ্রন্থখানি অনুন ১১১৬ বৎসরের পূৰ্ব্বের ।
  • পশ্চিমকে শাকেতে মহানগরে মুজাতে নাম ইক্ষাকুরীজ অভুৰি ।

- ইত্যাদি ক-চিহ্নিত পরিশিষ্ট দেখুল ৷