পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । নামে আর এক পুত্র হইয়াছিল, সেট তাহার সখীপুত্র। সখীর নাম জেস্তী, তৎকারণে তৎপুত্রকে লোকে "জেস্ত” বলিত। প্রথিত আছে, রাজা মুজাত এক সময়ে জেষ্ঠীকে স্ত্রীভাবে আরাধনা করিয়াছিলেন। জেস্তা তাহার অভিমত পুরণ করিয়াছিল । রাজা জেষ্ঠীর প্রতি পরিতুষ্ট হইয় একদা তাহাকে বরপ্রার্থনা করিবার অনুরোধ করেন । বলিলেন, জেন্তি । আমি তোমাকে বর প্রদান করিব । তুমি যাহা চাহিবে, তাহাই দিব । জেন্তী বলিল, মহারাজ ! আমি আমার পিতা মাতাকে জিজ্ঞাসা করিয়া পশ্চাৎ আপনার নিকট বর প্রার্থনা করিব । এই কথা বলিয়া সে তন্ম হৰ্ত্তে নিজ পিতা মাতার নিকট গমন করিল ও বরবৃত্তান্ত বর্ণন করিল। বলিল, রাজা আমাকে বর দিতে চাহিয়াছেন। আমার ইচ্ছ। আপনারা যাহা বলিয়া দিবেন, আমি তাহাই রাজার নিকট প্রার্থন করিব । এই কথা শুনিয়া জেস্তীর পিতা মাতা, আপন আপন অভিমত ব্যক্ত করিল। কেহ বলিল, একখানি উৎকৃষ্ট গ্রাম চাহিয়া লও। কেহ বলিল, অনেক ধন রত্ন চাহিয়া লাও । সেই সময়ে সেই স্থানে এক পরিব্রাজিক উপস্থিত ছিল । এই ভিক্ষুকী চতুর, বুদ্ধিমতী ও পণ্ডিত । সে বলিল, জেস্তি ! তুমি বেশকারিণীর কন্য, এজন্ত রাজ্যের কথা দুরে থাকুক, তোমার গর্ভজাত পুত্র রাজদ্রব্যেরও অংশভাগী হইবে না । রাজার পাঁচ পুত্র আছে । তাহারা ক্ষত্রিয় কস্তার গর্ভজাত ; সুতরাং তাহারাই পিতৃরাজ্যের ও পিতৃধনের অধিকারী হইবে । এক্ষণে রাজা সুজাত তোমাকে বর দিতে চাহিয়াছেন । রাজা সুজাত সত্যবাদী, মিথ্যা বলেন না, যাহা বলেন তাহাই করেন, এনিমিত্ত আমি বলি, তুমি রাজার নিকট এইরূপ বর চাও । —‘মহারাজ ! আপনার পাঁচ পুত্রকে রাজ্য হইতে বহিস্কৃত করিয়া দিউন— তাহাদিগকে বনবাসী করিয়া অামার পুত্র জেস্তকে যুবরাজ করুন। তাহ হইলে আপনার ও আমার এই পুত্র জেস্ত অযোধ্যা মহানগরে রাজা হইতে পারবে।’ জেস্তি ! এই বর লইলেই তোমার সব সফল হইবে । অনস্তর জেস্তী ভিক্ষুকীর পরামর্শে তাহাই করিল । রাজা স্বজাত জেস্তীর প্রার্থনা শুনিয়া বাথিত হইলেন, পুত্রস্নেহে কাতর হইলেন ; কিন্তু কি করেন, কোন ক্রমেই স্বীকৃত প্রদানে বিমুখ হইতে পারলেন না। “যাহা চাহিবে তাহাই দিব” এইরূপ বলিয়া এখন আর তাহ অন্যথা করিতে পারিলেন না । বলিলেন, জেস্তি ! তাহাই হউক, তোমাকে ঐ বরই দিলাম। অনস্তর, নগরবাসী ও জনপদবাসী সকলেই রাজার বর প্রদানের কথা শুনিল । সকলেই শুনিল, রাজা স্বীয়পুত্র