পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 বুদ্ধদেব । পদবন্দন করতঃ কহিলেন, যদি ভগবান কপিল অনুমতি দেন, তাল হইলে আমরা এই স্থানে ঋষির নামে ( কপিল-বস্তু নামে ) নগর নিৰ্ম্মাণ করি। ঋষি বলিলেন, যদি আমার এই আশ্রম তোমরা নগর রাজধানী কর, তাহা হইলে আমি অমুমতি দিই। কুমারগণ ঋধিকে বলিলেন, যাহা ঋষির অভিপ্রায়—তাহাই করিব । এই আশ্রম রাজধানী করিব, নগর প্রস্তুত করিব । ঋষি তখন কমণ্ডলু হইতে জলগ্ৰহণ করিয়া রাজপুত্রদিগের বাসের জন্ত আপনার সেই আশ্রম রাজপুত্রদিগকে দান করিলেন । কুমারেরাও ক্রমে সেই স্থানে রাজধানী ও নগর প্রস্তুত করিলেন । কপিল ঋষি রাজপুত্রদিগকে বসতি করিতে দিলেন, তৎকারণে সেই প্রস্তুত-নগর কপিলবস্তু নামে খ্যাত হইল । এইরূপে কপিলবস্তু নগর স্থাপিত হইলে, ক্রমে তাহ সমৃদ্ধ হইল, বৃদ্ধি পাইতে লাগিল, মুখের স্থান হইল, সুভিক্ষ হইল, জনাকীর্ণ হইল, ধনীর বাসস্থান হইল, অনেক পরিবার-যুক্ত হইল, দেশবিদেশে বিখ্যাত হইল, উৎসবযুক্ত হইল, সমাজবদ্ধ হইল, একটী প্রধান বাণিজ্যস্থান ও বণিকদিগের প্রিয়স্থান হইয়া উঠিল । কপিল ঋষির নামে কপিলবস্তু নগর ও রাজধানী প্রস্তুত হইলে তথায় পূৰ্ব্বোক্ত রাজপুত্ৰগণের সর্বজ্যেষ্ঠ “ওপুর” অভিষিক্ত রাজা হইলেন। “ওপুরস্য রাজ্ঞে পুত্রে নিপুরে নিপুরস্য রাজ্ঞোপুত্রে সরকণ্ডে করকওস্য রাঞ্জোপুত্রে BBBB BBBBB BBBS BB BBBB BBBBBBB BBS BBBBBSS BBBBBD BBBS চত্বারি পুত্রাঃ-শুদ্ধোদনে ধোঁতেদিনে শুক্লোদনে অমৃতোদনে অমিতা চ নাম দারিক।” রাঞ্জ ওপুরের পুত্র নিপুর, নিপুরের পুত্র করক গুক, করকগুকের পুত্র উল্কামুখ, উল্কা মুখের পুত্ৰ হস্তিকশীর্ষ, হস্তিকশীর্ষের পুত্র রাজ সিংহ হনু । এই সিংহহনুর চারি পুত্র হইয়াছিল এবং এক কন্যাও হইয়াছিল । পুত্ৰগণের নাম শুদ্ধোদন, ধোঁতেদিন, শুক্লোদন, ও অমৃতেদিন এবং কস্তার নাম অমিতা । শুদ্ধোদন সৰ্ব্বজ্যেষ্ঠ বলিয়া সিংহহনুর পরলোকের পর পৈতৃক সিংহাসন প্রাপ্ত হন । এই শুদ্ধেfদন রাজার ঔরসে ও কোলিয় বংশীয় ভাৰ্য্য মায়াদেবীর গর্ভে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করিয়াছিলেন। ইক্ষাকুবংশীয় “মুজাত” রাজার জ্যেষ্ঠ পুত্র “ওপুর” সুবিখ্যাত শাক্যবংশের মূলপুরুষ। এই মূলপুরুষের অধস্তন ষষ্ঠ পুরুষ অতীত হইলে , মহাত্মা শাক্য মুনির উদয় ইইয়াছিল । তাহার বংশানুক্রমণী এইরূপে প্রদর্শিত ও লিখিত হইতে পারে । 影