পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sty বুদ্ধদেব । রাজর্ষি কোল সেই কস্তার রূপে মুগ্ধ হইলেন। ক্রমে তাহার ধ্যান, জ্ঞান, সমস্তই অস্তৰ্হিত হইল। তিনি সেই শাক্যকন্যা লইয়া আশ্রমে গার্হস্থ্য করিতে লাগিলেন । ক্রমে সেই শাক্যদুহিতার গর্ভে কোল ঋষির ঔরসে যমজক্ৰমে ১৬ সস্তান জন্মিল ঋষি-পুত্রের যখন পদসঞ্চারযোগ্য বয়োলাভ করিল ; তখন তাহদের মতা তাহাদিগকে কপিলবস্তু নগরে যাইবার জন্ত অনুরোধ করিল। “পুত্রগণ কপিলবস্তু নগরের অমুক শাকা আমার পিত, তোমাদের মাতামহ, অমুক তোমাদের মাতুল এবং আমার ভ্রাতা। এক্ষণে তোমরা সেই স্তানে তাহীদের নিকট যাও—অবশুই তাহারা তোমাদের বৃত্তি বিধান করিবেন । তোমার মাতামহ বংশ মহুদ্বংশ ; অবশুই তাহার তোমাদিগকে গ্রহণ করিবেন। শাক্যকন্যা ঐন্ধপ বলিয়া পুত্রদিগকে শাক্যবংশের আচার, ব্যবহার, রীতি, নীতি, ধৰ্ম্ম, সমস্তই বলিয়। দিলেন। তাহারা মাতৃকুলের আচার ব্যবহার শিক্ষা করিয়া কপিল বস্তু নগরে গমন করিল। ঋষিকুমার আগমন করিতে দেখিয়া পথিমধ্যে জমসম্বাধ উপস্থিত হইল। ঋষিবালকের ক্রমে শাক্যদিগের মহাসভায় গমন করিল। মাতার নিকট যেরূপ যেরূপ শিক্ষা করিয়াছিল, সেইরূপ সেইরূপ নিয়মে শাক্য-সভায় প্রবেশ করিল ও আত্মপরিচয় প্রদান করিল । শাক্যগণ ঋষিকুমা গণের শাক্যাচার দেখিয়া বিস্মিত ইষ্টয়া, জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথা হইতে আসিতেছ, এবং কাহার বংশধর ? তাহারা প্রত্যুত্তর করিল, আমরা কোলাশ্রম হইতে আসিতেছি । আমাদের মাতা অমুক শাক্যের কন্যা, আমাদের পিতা কোল ঋষি । আমাদের মাতার কুষ্ঠ ব্যাধি হইলে অমুক শাক্য র্তাহীকে গিরিগহবরে পরিত্যাগ করেন, অনন্তর তিনি অরোগিণী হইলে রঞ্জধি কোল তাহাঁকে বিবাহ করেন । আমরা তাহার পুত্র, সম্প্রতি আমরা আমাদের মাতামহকে ও মাতুলদিগকে দেখিতে আসিয়াছি। উক্ত বালকবৃন্দের মাতামহ এপর্য্যস্ত জীবিত ছিলেন এবং তিনি ও তাহর পুত্রপৌত্ৰগণ সেই মহাসভায় উপস্থিত ছিলেন। কথিত বৃত্তাস্ত শুনিয়া তাহার সকলেই বিস্মিত ও আনন্দিত হইলেন । আনন্দের বিশেষ কারণ এই যে, DBBB SBBBBS BBBS BBBB S BBB BB BBBBB BB BBBS তিনি জ্যেষ্ঠপুত্রের প্রতি রাজ্যভার অর্পণ করিয়৷ হিমালয়ে তপস্তার্থ গমন করিয়াছিলেন । র্তাহাকর্তৃক শাক্যকন্ত পরিগৃহীত হইয়াছে এবং তাহারই ঔরসে দৌহিত্র উৎপন্ন হইয়াছে, ইহা অবশুই আনন্দের বিষয় ।