পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ভারত-রহস্ত যুক্ত। সন্মুখ ভাগ স্তক্ষে অর্থাৎ ধারাল । ইহার ব্যাস ৫ অস্কুল, এবং বর্ণ কাল ইহার মুট অতি বৃহৎ এবং ইহার দ্বারা মহিষ প্রভৃতি কৰ্ত্তিত করা যায়। ছুই হাতে উঠান ও প্রহার, এই দুই ক্রিয় ভিন্ন ইহার তৃতীয় ক্রিয়া নাই । আস্তর—ইহার পদদেশ গ্রস্থিল, মস্তক দীর্ঘ, কর অর্থাৎ পাত বিস্তীর্ণ, হস্ত, উদর ও মস্তক বক্র, বর্ণ কৃষ্ণ, পরিমাণ দুই হস্ত। ঘুরাণ, আকর্ষণ ও ছিন্ন বিচ্ছিন্ন করণ, এই কএক প্রকার ক্রিয়া ইহাতে সাধিত হয়। ইহার দ্বারা যুদ্ধে শত্রু বিনাশ করিবেক এবং অশ্বারোহী ও পদাতি সৈন্তেরাই ইহা ধারণ করিবেক । যথা “আস্তরোগ্রন্থিপাদঃ স্তাৎ দীর্ঘমৌলিবৃহৎকরঃ। ভুগ্রহস্তোদরশিরঃ শুমবর্ণোদ্ধিহস্তকঃ ॥ ভ্ৰামণং কর্ষণংচৈব ত্রেটিনং তৎ ত্রিবল্পিতম্। জ্ঞাত্বা শক্রন রণে হন্তাৎ ধাৰ্য্য: সাদিপদাতিভিঃ।” কুন্ত—এই অস্ত্রের সর্বাঙ্গ লৌহময়, শৃঙ্গ অর্থাৎ অগ্রভাগ অত্যন্ত তীক্ষ, ষড়শ্রি অর্থাৎ ছয় পেয়ালে । ৫ হাত লম্বা এবং পদদেশ বৃত্ত অর্থাৎ গোল এবং দেখিতে ভীষণ । উড্ডীন, অবড়ীন, নিউীন, ভূমিলীন, তিৰ্য্যক্লীন, ও নিখাত অর্থাৎ খনন,—এই ছয় প্রকার ক্রিয় ইহার আশ্রিত। উড্ডীন নিড়ীন প্রভৃতি সঞ্চরণ বিশেষের নাম। এই অস্ত্রের দ্বারা যুদ্ধ করিতে হইলে বিবিধ পক্ষিজাতির স্থায় গতি অবলম্বন করিতে হয় । যথা— “কুস্তত্বয়োময়াঙ্গ: স্তাৎ তীক্ষশৃঙ্গ; ষড়শ্রিমান । পঞ্চহস্তসমুৎসেধো বৃত্তপাদোভয়ঙ্কর # উড্ডীনমবউীনঞ্চ নির্ডীনং ভূমিলীনকম্। তিৰ্য্যকৃলীন নিখাতঞ্চ ষন্মার্গাঃ কুস্তমাশ্রিতাঃ ॥” অমুরাচার্য্য শুক্রও স্বকৃত নীতিগ্রন্থে ইহার আকার প্রকারের বর্ণনা করিয়াছেন । কিন্তু তাহা ইহা হইতে স্বতন্ত্র । শুক্রপ্রোক্ত কুস্ত আর বর্ষ বা বড়শা সমান যথা— “দশহস্তমিতঃ কুন্তঃ ফালাগ্রঃ শঙ্কুবুন্ত্রকঃ ॥” লম্বে ৭ হাত এক গাছ বঁাশ–তাহার মস্তকে লোহার তীক্ষ ফল,—মূলে স্বশ্ব ও তীক্ষ লৌহ শলাক, ফলের নীচে ও মূলে রেশম স্তবকে স্থশোভিত। এতদ্রুপ কুন্ত অস্ত্রের ৪ প্রকার ক্রিয়া আছে ৷ ‘ আকর্ষণ বিকর্ষণ, ধূমন অর্থাৎ ইতস্ততঃ পরিচালন, পশ্চাৎ বিদ্ধকরণ যথা-- | -