পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্যজাতির যুদ্ধাস্ত্র। భీa “প্রাসস্তু সপ্তহস্ত: স্তাদেীমত্যেন তু ৰৈণৰঃ। লোহশীর্ষস্ত্রীক্ষপাদ: কৌশেয়ত্ত্ববকাঞ্চিতঃ আকৰ্ষশ্চ বিকৰ্ষশ্চ ধূননং বেঞ্চনং তথা । চতস্র এত গতয়োরক্তপ্রাসং সমাশ্রিতা: ॥” শুক্রাচার্য্যের গ্রন্থেও প্রাস অস্ত্রের বর্ণনা আছে । তাহার সহিত ইহার প্রায় ঐক্য আছে । যথা— . - “প্রাসাস্ত্রস্তু চতুর্হস্তোদগুবুন্ধঃ ক্ষুরাননঃ ॥” অর্থাৎ প্রাস অস্ত্ৰ লম্বে ৪ হাত, তাহার দাণ্ডি বেণুদণ্ডনিৰ্ম্মিত এবং মুখ ক্ষুরধার। * পিণাক-ইহা শূলাস্ত্রের নামান্তর মাত্র । যাহাকে আমরা ত্ৰিশূল বলি, তাছাই পিণাক । ষ থা— {{ “পিণাকন্তু ত্রিশীর্ষ তাৎ সিতাগ্রঃ ক্ররলোচনঃ। কাংস্যকায়োলোঁহশীৰ্ষশ্চতুর্হস্তপ্রমাণবান ॥ ধননং প্রোতনঞ্চেতি ত্রিশূলং দ্বেশ্রিতে গতী।” অর্থাৎ ইহার কায়া কাংসদণ্ডে নিৰ্ম্মিত, মস্তকে ত্রিশীর্ষ লৌহফলক, তাহার প্রান্ত বা অগ্রভাগ স্বশাণিত এবং তাহার চক্ষু অতি ক্রর। ভল্লুকের লোমের স্তবকাদির দ্বার তাহার সৰ্ব্বাঙ্গ সুশোভিত । ইতস্ততঃ সঞ্চালন ও প্রোতন অর্থাৎ ফুড়িয়া ফেলা তাহার কার্য্য। উক্ত দুইটী মাত্র ক্রিয়া ত্ৰিশূলের আশ্রিত। আগ্নেয়ধমুৰ্ব্বেদে ইহার অন্ত কএকটা ক্রিয়ার উল্লেখ দৃষ্ট হয়। যথা— “আস্ফোটঃ ক্ষেড়নম্ভেদঃ প্রাসান্দোলিভকে তথা । শূলকৰ্ম্মাণি জানীহি ষষ্ঠমাখাতসংজ্ঞিতম্ ॥” । গদা—গদা নামক শস্ত্রের আকার ও ক্রিয়া এইরূপ । অষ্টাশ্র পৃথুৰুপ্পা তু গদা হৃদয়সন্মিত ” অর্থাৎ মুষ্টিস্থান স্থল অবয়ব অষ্টাশ্র অর্থাৎ আট পোয়ালে এবং হৃদয় পরিমাণ লম্বা । এতদ্ভিন্ন বৈশম্পায়নোক্ত ধষ্ণুৰ্ব্বেদে অস্ত এক প্রকার খোরদর্শন গদার বর্ণনা অাছে। যথা— 3. “গদা শৈক্যায়সমরী শতারপূখুশীর্ষক । শঙ্কুপ্রাবরণ ঘোর চতুর্থঙ্কসমুন্নত ॥ . রথাক্ষমাত্রকায় ৭ কিরাটাঞ্চিতমস্তক । সুবৰ্ণমেখলাগুপ্ত গজপৰ্ব্বতত্তেদিনী ॥ ।