পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ। 8? গজইব সহকারশাখাকুলং বৃক্ষবৃন্দাং প্রদরিত্ব নিধাবিত নেকশঃ ॥ বয়মিহ মরূনাং পুরে চাপি শক্ত গতা যক্ষগন্ধৰ্ব্ববেশুনি চোদ্ধং লভে নিশ্রিতীঃ । ইমং পুনৰ্ব্বমথগুম{সাদ্য সীদাম ভেl: কস্ত লক্ষ্মীর্নিবর্জেতি ঋদ্ধের্বলম্‌ ৷” আমরা মঙ্গাগজের দ্যায় সুমে রুমস্ত কস্থিত বন বিদীর্ণ করিয়া গমন করিয়া থাকি। বায়ুপুরে, ইন্দ্রপুরে ওঁ যক্ষগন্ধৰ্ব্বাদির নগরে গমন করিয়া থাকি। কিন্তু আজ আমরা এই জম্ব বনে আসিয়া অবসর হইলাম! ইহা কাহার যোগবল ? কাহার প্রভাব ? কাছার ঐশ্বর্যাবল ক্রমে আমাদের অপ্রমেয় ঐশ্বৰ্য্যবল প্রতিহত হইল ? শুনিয়া সেই বনের বনদেবতা অলক্ষ্যে প্রত্যুত্তর করিলেন – “নৃপতিকুলেদিতঃ শাক্যরাজত্মজোবালস্বৰ্য্যপ্রকাশ প্রভঃ । স্ফটিতকমলগৰ্ভবর্ণপ্রভশ্চরুচন্দ্রীননো লোকে জ্যেষ্ঠে বিচঃ। অয়মিহ বনমশ্ৰিতো ধ্যানচিন্তাপরে দেবগন্ধৰ্ব্বনাগেন্দ্রযক্ষর্চিতঃ । ভবশতগুণকোটিসংবৰ্দ্ধিতস্তস্ত লক্ষ্মী র্নিবর্তৃেতি ঋন্ধের্বলম ” যিনি রাজকুলে জন্মিয়ছেন, যিনি শাক্যরাজার আত্মজ, র্যাহার শরীর প্রভ। স্বৰ্য্য-প্রভাব তুল্য, যাহার বর্ণ প্রফুল্লকমলের গর্ভবর্ণের সমান, যিনি সৰ্ব্বলোকের শ্রেষ্ঠ, তিনিই এই বনে ধ্যান করিতেছেন, তিনিই তোমাদের যোগবল প্রতিহত दद्भिग्नां८छ्न । ঋষিগণ দৈববাণী শুনিয়া অধস্তল অবলোকন করিয়া দেখিলেন যে, শোভায় ও তেজে জজিল্যমান এক নব বালক নিমীলিতনেত্ৰে উপবিষ্ট আছেন । দেখিয়া তাহারা মনে ভাবিলেন, ইনি কে ? ধনাধিপতি কুবের ? অথবা রুদ্র ? কিংবা সহস্ররশ্মি স্বৰ্য্য ? অথবা ইনি নিষ্পাপ বুদ্ধ ? পুনৰ্ব্বার দৈববাণী হইল,—“যে শ্ৰী কুবেরে, যে শ্ৰী ইন্দ্রে, ষে শ্ৰী ব্ৰহ্মায়, যে শ্ৰী গ্রহনক্ষত্রে, সেই ঐ এই শাক্যতনয়ের কান্তি হইতে অপগৰ্ত্ত নহে ।” অনন্তর ঋষির ধরণীতলে অবতরণ করতঃ ধান স্থ বুদ্ধদেবকে স্তুতি কঞ্জিতে লাগিলেন । এক ঋষি বলিলেন,— “লোকে ক্লেশাগ্নিসন্তপ্তে প্রাভূতুতোহয়ং হ্রদ । আয়ং তং প্রাপগুতে ধৰ্ম্মং যজগন্মোচয়িষ্যক্তি ॥” লোক সকল ক্লেশরপ অগ্নিতে উত্তপ্ত চষ্টয়াছে । তাছাদের জন্য এই সুশীতল হ্রদ প্রাচুর্ভুত হইয়াছে। যে ধৰ্ম্ম জগৎকে মুক্ত করিবে, ইনি সেই ধৰ্ম্ম পাইবেন।