পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্যজাতির যুদ্ধান্ত্র। - ෙ পরিধি এক হস্ত । ইহার ঘূর্ণন ও নিপাতন এই দুইটা মাত্র ক্রিয়া আছে। পরস্তু আগ্নেয় ধনুৰ্ব্বেদে ইহার ৪ প্রকার ক্রিয়ার উল্লেখ আছে। যথা— “তাড়নং ছেদনং বিপ্ৰ ! তথা ঘূর্ণনমেবচ । । মুদগরস্ত তু কৰ্ম্মাণি তথা প্রবনঘাতনম ॥” হে ব্ৰাহ্মণ । তাড়ন, ছিন্নভিন্নকরণ চুণিতকরণ ও প্লবনাঘাত,—মুদ্রগরের এই চতুবিবধ কাৰ্য্য জানিবে। সীর- $ “সীরোন্ধিবক্রোবিশিখেলৌহপাদমুখঃ কৃষন । , পুষ্প্রমাণ: স্নিগ্ধবর্ণ স্বাকর্ষ বিনিপাতবান ।” সৗর বা লাঙ্গল অস্ত্রট দ্বিবক্র অর্থাৎ দুই স্থানেই ব কি ও শিখাশূন্ত । মূলদেশ ও মুখ লৌহবদ্ধ। সাৰ্দ্ধত্ৰিহস্তপরিমিত দীর্ঘ এবং স্নিগ্ধ। অাকর্ষণ ও নিপাতন এষ্ট ক্রিয়াদ্বয় ইহাতে প্রযুক্ত হইয় থাকে। মুসল— “মুসলম্বক্ষিণীর্ষাভ্যাং করৈঃ পাদৈর্বিবৰ্জ্জিত: | মুলে চাস্তেহতিসম্বন্ধঃ পাতনং পোথনং দ্বয়ম্ ॥” মুসলের চক্ষু, মস্তক, হস্ত ও পদ কিছুই নাই। অর্থাৎ, সৰ্ব্বাঙ্গ সমান এবং ইহার নিপাতন ও পোথন এই দুইটী মাত্র ক্রিয়া আছে । পটিশ—ইহ একপ্রকার তরবারি বিশেষ । আগ্নেয় ধনুৰ্ব্বেদ, বৈশম্পায়নীয় ধনুৰ্ব্বেদ ও শুক্রনীতি, এই তিন পুস্তকেই সমান বর্ণনা দৃষ্ট হয় । যথা— “পটিশঃ পুষ্প্রমাণ: স্যাৎ দ্বিধারস্তীক্ষশৃঙ্গকঃ। হস্তত্ৰাণসমাযুক্তমুষ্টিঃ খড়গসহোদরঃ ॥ অর্থ এই যে, পটশ নামক অস্ত্রটা খঙ্গের সহোদর অর্থাৎ প্রায় খঙ্গাকার। ইহ পুরুষ-প্রমাণ লম্ব, দুই দিকেই সমান ধার, অগ্রভাগ অতি তীক্ষ, ইহার মুষ্টি অর্থাৎ মুট, হস্তত্ৰাণ যুক্ত। শুক্রনীতির বর্ণনাও এই রূপ । যথা— “পট্রিশসোহসি সমে হস্তবৃন্নশ্চোভয়তোমুখঃ।” । - (, গুঞ্জনীতি ) ইহার ক্রিয়া খঙ্গাক্রয়ার স্তর অনেক.বিধ । -- টেক-এই মোক অস্ত্রটা কেবল বৈশম্পাদনাক্ত ধৰ্ব্বেল হয়। খ