পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । . لاوة না । সে দিন আর র্তাহার উদ্যানে যাওয়া হইল না, প্রত্যাবৰ্ত্তিত হইয়। পুর প্রবেশ করিলেন। কতিপয় দিবস অতীত হইল, পুনর্বার রাজ-আজ্ঞায় কুমারের উদ্যান যাত্রী বিহিত হইল। পুনৰ্ব্বার কুমার মহাসমারোহে আক্রীড়রথে আরোহণপূর্বক শাক্য মহানগরের দক্ষিণ দ্বার দিয়া উদ্যানাভিমুখে নিস্ক্রান্ত হইবামাত্র পুনরপি পথিমধ্যে পুৰ্ব্বাপেক্ষা অধিকতর প্রতিকূল নেত্রগোচর হইল। দেখিলেন,— BB BBBB BBBSBBB BBB BBBBSBB BBBSBBBBB অভিভূত,—দেহ বলহীন,—তাহার সকল শরীর বিষ্ঠামূত্রস্রক্ষিত,—তাহার চিত্ত দুঃখে নিমগ্ন,—উত্থানশক্তি নাই,—সে অতি কষ্টে শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতেছে। বুদ্ধদেব জানেন, তথাপি তিনি এই মৃতক স্ন মনুষ্যকে দেখিয়া সারথিকে জিজ্ঞাসা করিলেন,— কিং সারথে । পুরুষ রূপ বিবর্ণ গাত্রঃ --সৰ্ব্বেন্দ্রিয়েভি বিকলে গুরু প্রশ্বসন্তঃ । সৰ্ব্বাঙ্গশুষ্ক উদরাকুল প্রাপ্তকৃচ্ছ, মূত্রে পুরষ স্বকি তিষ্ঠতি কুৎসনীয়ে সারথি । একি ? এ পুরুষ কে ? রূপহীন ও বিবর্ণগাত্র এ পুরুষ কে ? ইহtয় ইন্দ্রিয় সকল এত বিকল কেন ? কষ্টে শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতেছে কেন ? ইহার অঙ্গ সকল শুষ্ক কেন ? এ এত বাকুল ও এত কষ্টদশ প্রাপ্ত হইল কেন ? কেন এ স্বকীয় কুৎসিত বিষ্ঠামূত্রে অনুলিপ্ত হইয়। কষ্ট পাইতেছে ? : সারথি বলিল,— "এধেহি দেব পুরুষঃ পরমং গিলানে বাধী ভয়ং উপমতে মরণাপ্তপ্রাপ্ত; } श्रांtब्रां★Tाठछब्रश्रृिङ गुणवैौर्युjशैप्न অত্রাণবিপ্রশরণে হাপরায়ণশ ।' হে দেব ! এ পুরুষ অতিশয় গ্লানিযুক্ত—ব্যাধিভয় প্রাপ্ত হইয়াছে। ইহার মৃত্যু নিকট। এ পুরুষ আরোগাতেজ অর্থাৎ কাস্তিরহিত ও বলহীন হইয়াছে। ইহার আর ত্রাণ নাই এবং এ শীঘ্রই অনাশ্রয় হইবে। গুনিয়া বোধিসত্ত্ব বলিতে লাগিলেন;---