পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ8 বুদ্ধদেব । ইন্দ্র ও বৈশ্রবণ বলিলেন, দেবগণ ! অপ্ত ভগবান নিষ্ক্রান্ত হইবেন, তোমরা তাহার পুজার্থ সাহায্য কর । ললিতৰ,াহ-নামক দেবপুত্র বললেন, আমি এই মূহূর্তেই কপিলবস্তু নগরের স্ত্রী, পুরুষ, বালক, বালিক, বৃদ্ধ, সকলকেই মঠ প্রস্বপনে নিমগ্ন করিব । শাস্তু-মুমতি-নামক দেবপুত্র বলিলেন, আমি শ্বের ও হস্তী প্রভৃতির শব্দ অন্তহিত করিব । - বৃহমতি-নামক দেবপুত্র বলিলেন, আমি আকাশে পথ-স্বষ্টি করিব, সেই পথে ভগবান নিষ্ক্রান্ত হইবেন। হস্তিরাজ ঐরাবত বলিলেন, আমি আমার শুও গ্রভাগ বিস্তীর্ণ করিব, তাহাতে চতুৰ্দ্দেল স্থাপিত হইলে, ভগবান তদুপবি আরোহণ করিয়া পুর নিক্ৰমণ নিৰ্ব্বাহ করিবেন। ইন্দ্র বলিলেন, আমি স্বয়ং নগরদ্বার বিবৃত করিব এবং পথ দেখাইয়া অনুগামী इङ्गेद । ধৰ্ম্মচারি-নামক দেবপুত্র বলিলেন, আমি আজ রাজন্তঃপুর বিকৃত ও বীভৎসভাবে পরিণত করিব । তাহ হইলে অবশুই বোধিসত্ত্ব নিষ্ক্রমার্থ ত্বরাবন হইবেন। সঞ্চোদক-নামক দেবপুত্র বলিলেন, আমি ভগবানকে শয্যা হইতে উত্থাপিত করিব । পরে বরুণ ও সাগর প্রভৃতি দেবগণ বললেন, আমরাও বোধিসত্ত্বের পূজার্থ সময়ানুরূপ সাহায্য করিব এবং চন্দনচুর্ণ বর্ষণাদি করিব • অনন্তর সেই মধ্যরা এসময়ে ভগবান সিদ্ধার্থ স্বীয় শয়নকক্ষে উপবিষ্ট থাকিয়৷ পূৰ্ব্ববুদ্ধগণের চরিত্র, সৰ্ব্বজীবের দ্বিত ও প্রাণিগণের সংসার গতি ভাবিতে লাগিলেন । সেই সময়ে কপিলবস্তু মহানগরে মহাপ্রস্বপেন উপস্থিত হইল। দেবমায়াভিভূত জীবগণ যেন মহানিদ্রায় হতচেতন হইল। ধৰ্ম্মচারি নামক দেবপুত্র সেই মুহূৰ্ত্তে অস্তঃপুরগত নর-নারীর বৈকৃত্য উৎপাদন করত নিম্নলিখিত গাথাবাক্যের দ্বারা ভগবানকে প্রতিবোধিত করিতে লাগিলেন।– “কথং তবাৰ্ম্মিন্ন পঞ্জয়তে রতিঃ শ্মশানমধ্যে সমবস্থিতস্য " +

  • এই সকল দেবত বৌদ্ধগণের মতে বৌদ্ধ। + প্রভো ! এই শ্মশান মধ্যে থাকিতে আপনার আসক্তি কেন