পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । ግና অবতরণ করিলেন। পূৰ্ব্বাভিমুখে দণ্ডায়মান হইয়া, দক্ষিণ হস্তের দ্বারা রত্নজালিকা অবনমিত করিলেন। অর্থাৎ শরীরস্থ রত্নাভরণ সকল উন্মুক্ত করিলেন। অনন্তর দ্বারদেশে দাড়াইয়া হস্তদ্বন্ধু পুটবদ্ধকরতঃ পূৰ্ব্ববুদ্ধদিগকে স্মরণ ও নমস্কার করিলেন। “নমঃ সৰ্ব্ববুদ্ধেভ্যঃ "আমি সমুদয় বুদ্ধদিগকে নমস্কার করি, এই বলিয়া পূৰ্ব্ববুদ্ধদিগকে নমস্কার করিলেন। ঐ সময়ে গগনতলে দৃষ্টিনিক্ষেপ করিয়া দেখেন, আকাশে দেবগণ র্তাহার পূজার্থ আগমন করিয়া নতকায়ে অবস্থান করিতেছেন এবং নক্ষত্ররাজ চন্দ্র পুষ্যনক্ষত্রের সহিত একত্রাবস্থান করিতেছেন । কাৰ্য্যসাধক সুসময় সমাগত দেখিয়া, তিনি ছন্দক-নামক স্বামুচরকে আহবান করিলেন এবং বলিলেন,— “झमक क्ल थलू भी विलक्ष tश् ख्रश्ब्रांश्च मन ८भ अलकूठ१ ।। সৰ্ব্বসিদ্ধি মম এতি মঙ্গল অর্থসিদ্ধি ধ্রুবমদ্য ভেষাতে ৷” হে ছনা ক ! বিলম্ব করি ও না, শীঘ্র আমাকে একটা সজ্জিত অশ্ব দাও, আমার সমুদয় সিদ্ধি আগত বা নিকট, নিশ্চিত অদ্য আমার অভীষ্টসিদ্ধি হইবে। শুনিয়া ছন্দকু উদ্বিগ্নমনে কিয়ৎক্ষণ কি চিন্তা করিলেন । অনস্তর বলিলেন, নৃপসিংহ ! রাজন ! কোথায় যাইবেন ? বোধিসত্ত্ব বলিলেন,-ছন্দক যাহার জন্য আমি পূৰ্ব্বে বারবার শরীরপর্ষস্ত পরিত্যাগ করিয়াছি, রাজ্য ধন উত্তম ভাৰ্য্য পরিত্যাগ করিয়াছি, এবং শীল, ক্ষমা, দয়া ও প্রভা প্রভৃতি পরিগ্রহপূর্বক ধ্যান-রত থাকিয়া কালকৰ্ত্তন করিয়াছি, অদ্য আমার সেই সময় বা সেই উদ্দেশু উপস্থিত । আমি পিঞ্জরাবস্থিত জীবনিবহের জরা-মরণ-রূপ-পাপ-মোচনার্থ বহুকল্প ব্যাপিয়া যে শিবশান্তি বোধ লাভের স্পৃহা করিয়া আসিতেছি, আজ আমার সেই শিবশাস্তি বোধ লাভের সময় উপস্থিত হইয়াছে। ছন্দক বলিলেন,-আমি শুনিয়াছি, আপনি প্রস্থত হুইবামাত্র দৈবজ্ঞ ব্রান্ধ. ণের সম্মুখে নীত হইয়াছিলেন এবং তাহারাও আপনার ভবিষ্য বৃত্তান্ত ব্যক্ত করিয়াছিলেন। আপনি দৈবজ্ঞগণের সম্মুখে নীত হইলে, দৈবজ্ঞগণ মহারাজ শুন্ধোদনকে বলিয়াছিলেন, “মহারাজ ! আপনার এই রাজকুলের উন্নতি উপস্থিত । আপনার এই পুত্র শতপুণ্যলক্ষণে লক্ষিত হইতেছেন ; সুতরাং ইনি চক্রবৰ্ত্তী, চতুদ্বীপেশ্বর ও সপ্তরত্নসমন্বিত হইবেন । যদি ইনি জীবগণের দুঃখে দুঃখিত হইয় অন্তঃপুর পরিত্যাগ করেন, তাহা হইলে ইনি বুদ্ধ হইয়া, এই পাপদন্ধ