পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । *> বোধিসত্ত্ব বলিলেন, ছন্দক ! শুন, পূৰ্ব্বজন্মে আমি অসংখ্য দুঃখ ভোগ করিয়াছি। পূৰ্ব্বে ঐ সকল কাম কামনা দোষে বন্ধন, অবরোধ, তাড়ন, তর্জন ও জরা ব্যাধি প্রভৃতি শত শত দুঃসঙ্গ যন্ত্রণ জহুভব করিয়াছি। ছদক ,এ সমস্তই মিথ্যা, মিথ্যাপ্রত্যয়-সমুৎপাদিত, অজ্ঞানমূলক, অভ্রের স্তায় অনিত্য, বিছাতের ন্যায় ক্ষণিক, নীহারের ন্তায় লয়শীল,এবং রিক্ত, তুচ্ছ ও অসার ইহা আত্মা নহে, এ সকল আত্মাতে নাই, আত্মার সহিত ইষ্ঠাদের সম্পর্কও নাই ! এ সমস্তই অসার ও অধ্রুব । এই নিমিত্তই আমার মন বিষয়ে অনুরক্ত ও সংসত্ত হয় না। অতএব হে ছন্দক ! তুমি আমাকে শীঘ্র একটি সজ্জিত অশ্ব দাও, বিলম্ব করিও না ! ছন্দক পুনরপি বাষ্প বরুদ্ধ কণ্ঠে প্রত্যকর দান করিল। বলিল, শক্যরাজ ! কিছুকাল এ সকল ভোগ করুন, স্থখ অনুভব করুন, পরে আপনি বনে যাইবেন । বোধিসত্ত্ব বলিলেন,ছন্দক ! এ সকল কামাকাম আমি অপরিমিত ও অনন্ত কল্প অনেক প্রকারে উপভোগ করিয়াছি। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ,—এ সমস্তই অনুভবগোচর করিয়াছি। দিব্য-ভোগ ও মানুষ-ভোগ উপভোগ করিয়াছি । তথাপি আমার তৃপ্তি হয় নাই । তৃষ্ণার অন্ত নাই। পূৰ্ব্বে আমি চতুদ্বীপের রাজা হইয়া স্ত্রী-গৃঙ্ক-মধ্যে বসতি করিয়াছি । ইন্দ্রস্তু করিয়াছি, যমত্ব ও করিয়াছি । আমি অনস্তকাম উপভোগ করিয়াছি, কিন্তু আমার তৃপ্তি হয় নাই । ছন্দক ! পূৰ্ব্বে যখন অস্তুতেও তৃপ্ত হই নাই, আজ কেন এই অল্পতর কামে তৃপ্তি হইবে ? ছন্দক ! আমি যাইব, নিশ্চিত যাইব, সংবিৎপদে গমন করিব । ছন্দ ক আমি দৃঢ়তর ধৰ্ম্মরূপ নৌকায় আরোহণ করিয়া এই ভয়ানক ভবার্ণব উত্তীর্ণ হইব। জগৎকাণ্ড উত্তীর্ণ করিব, নিজেও উত্তীর্ণ হইব, তুমি বাধা দিও না । ছন্দক এবার অনেক রোদন করিলেন । অনস্তর বলিলেন, “তবে কি যাওয়াই নিশ্চয় ?” বোধিসত্ত্ব বলিলেন, নিশ্চয় । শুন, ছন্দক ! জীবের মোক্ষার্থ ও হিতার্থ আমি যাহা নিশ্চয় করিয়াছি তাঙ্গ দৃঢ় ; মুমেরুর স্তায় দৃঢ়। কিছুতেই তাহ বিচলিত হইবে না । ছন্দক পুনৰ্ব্বার দীর্ঘনিশ্বাস সহকারে জিজ্ঞাসা ,করিলেন, আর্যাপুত্রের নিশ্চয় কিরূপ দৃঢ় ? বোধিসত্ব বলিলেন, বজের স্থায়, অশনির স্থায়, শক্তির স্থায়, কুঠারের স্তার ও প্রস্তরের স্তায় দৃঢ়।