পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

208 - ৰুদ্ধদেব । “ময় তু দশ মাসান ৰৈ কুক্ষে বজ্রইব ধৃতঃ । সতেইহং পুত্তক মাত বিলপামি স্বচ্ছুঃখিত। " পুত্ৰ ! আমি তোমাকে দশ মাস গর্ভে ধারণ করিয়াছিলাম, আমি তোমার মাতা। অতি দুঃখে বিলাপ করিতেছি ! শুনির বোধিসত্ত্ব দয়া হইলেন এবং আশ্বসবাক উচ্চারণ করিলেন। বলিলেন, “ন ভেতব্যম্-শ্রম তে সফলং করিষ্যামি।” ভয় নাই—আমি আপনার কষ্ট দূর করিব। অসিত মুনির বাক্য মিথ্যা হইবে না—নিশ্চিত আমি বুদ্ধ হইব। “জপি শতধা বনুধ বিকীর্ষ্যতে মেরু প্লবে চাস্তদি রত্ন-শৃঙ্গ । চন্দ্রার্ক তারাগণ ভূপতেত পৃথগ জনে নৈব অহং সিয়েইহম ॥" যদি পৃথিবী শতধা বিকীর্ণ হয়, সুমেরু পৰ্ব্বত জলে প্লবমান হয়, চন্দ্র স্বৰ্য্য গ্রন্থ তারকা ভূপতিত হয়, তথাপি আমি প্রাকৃত মমুষ্যের ন্যায় মরিব না। আপনি শোক করিবেন না, আমার জন্ত চিস্তা করিবেন না, শীঘ্রই দেখিবেন, আমি বোধিপ্রাপ্ত হইয়াছি। এইরূপে ভগবান বোধিসত্ত্ব দুঃখিনী জননীকে আশ্বাসিত করিয়াছিলেন, এবং মায়াদেবীও কথঞ্চিৎ আশ্বস্ত হইয়া অঙ্গরোগণ সহ পুনৰ্ব্বার ভুষিতপুরে গমন করিয়াছিলেন । কিছুকাল গত হইল । , একদা শাক্যসিংহের মনে হইল, ব্রাহ্মণগণ ও যতিগণ বলিয়া থাকেন, অল্পাহার দ্বারা চিত্ত গুদ্ধি হয় ; অতএব আমিও অল্পাহার আশ্রয় করিব। অনন্তর তিনি কোন দিন একটা মাত্র কোলফল, একটা মাত্র তিল, কখন একটা তণ্ডুল, কখন বা বারিমাত্র আহার করিয়া জীবন ধারণ, করিতে লাগিলেন এবং অহরহ ও নিরস্তুর অস্ফিনেক ধ্যানে নিমগ্ন থাকিলেন । ক্রমে তাহার শরীর অত্যস্ত ক্ষীণ হইল, তথাপি ধ্যান পরিত্যাগ করিলেন না এবং জাহার গ্রহণও করিলেন না । কিছুকাল অতীত হইলে, পুনৰ্ব্বার তাহার মনে হইল, শ্রমণ ব্রাহ্মণের অনাহার দ্বারা বুদ্ধি নিৰ্ম্মল হওয়ার কথা বলিয়া থাকেন ; অতএব আমিও অনাহার ব্রত অবলম্বন করিব । পরে অনাহার-ব্রতেও কয়েক বৎসর অতিবাহিত হইল। এই সময়ে তাহার শরীর এতকুশ ও দুৰ্ব্বল হইয়াছিল যে, কেবলমাত্র কয়েক খানি শুষ্ক অস্থি ভিন্ন অন্ত কিছুই তাছার শরীরে পরিদৃষ্ঠ श्रेष्ठ न ७ष९ छेवृक् अक्झां८ङ७ उिनि ५iानकूाठ श्न माहे ।